Sports News

২০১৯ পর্যন্ত লড়াই চালিয়ে যাব: যুবরাজ

এখনই হাল ছাড়তে নারাজ যুবি। হতাশ, তবে হাল ছাড়া নয় সেই বার্তা দিয়েই তিনি বলেন, ‘‘আমি বলতে চাই আমি পাস করতে পারিনি। আমি আবারও ফেল করেছি। আমি শেষ তিনটি ফিটনেস টেস্টে পাস করতে পারিনি। কিন্তু গতকাল আমি পাস করেছিলাম। ১৭ বছর পর আবারও ফেল করলাম।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৬
Share:

কলম্বোয় ইউনিসেফের অনুষ্ঠানে যুবরাজ সিংহ। ছবি: যুবরাজের টুইটার থেকে।

বার বার ফেল করব, বার বার ঘুরে দাঁড়াব। বার বার ঠেলে সরিয়ে দেওয়া হবে, বার বার এগিয়ে আসব। সে ক্রিকেট মাঠ হোক বা জীবন সংগ্রাম, সব জায়গায় এটাই প্রমাণ করেছেন তিনি। তিনি যুবরাজ সিংহ। আবারও বলে দিলেন, লড়াই চলবে। লক্ষ্য ২০১৯।

Advertisement

ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে এই মুহূর্তে কলম্বোয় রয়েছেন যুবরাজ সিংহ। ৩৬ বছরের এই অল-রাউন্ডার এই নিয়ে পর পর তিনবার ফিটনেস টেস্টে সফল হতে পারেননি। ভারতীয় দলে ফেরার জন্য চলছে লড়াই। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ যুবি। হতাশ, তবে হাল ছাড়া নয় সেই বার্তা দিয়েই তিনি বলেন, ‘‘আমি বলতে চাই আমি পাস করতে পারিনি। আমি আবারও ফেল করেছি। আমি শেষ তিনটি ফিটনেস টেস্টে পাস করতে পারিনি। কিন্তু গতকাল আমি পাস করেছিলাম। ১৭ বছর পর আবারও ফেল করলাম।’’

তিনি হারকে ভয় পান না। মারণ ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছেন যুবি। ২০১১ বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় ভূমিকাও রেখেছিলেন তিনি। তার পরই ধরা পরে ক্যান্সার। দীর্ঘ জীবনযুদ্ধ কাটিয়ে ফেরেন ক্রিকেটেও। কিন্তু স্থায়ী হতে পারেননি। বার বার ছিটকে গিয়েছেন। বলছিলেন, ‘‘আমি হারে ভয় পাই না। আমি অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। আমি হার দেখেছি, যে কারণেই সাফল্যের কাঠামোটা তৈরি হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন

আবার সামনে চলে এল বিসিসিআই-এর অন্দরের সমস্যা

দুরন্ত চান্দিমল, লড়ছেন অধিনায়কের মতই

তাঁর মতে, কাজের জগতে, ব্যাক্তি জীবনে একজন মানুষের সাফল্য পিছনে অনেকটাই ভূমিকা থাকে ব্যর্থতার। হারলে তবেই সাফল্য আসে। যা একজন মানুষকে শক্তিশালী করে গড়ে তোলে। পরে ধাপে নিয়ে যায়। যুবরাজ জানেন না কে কে তাঁর উপর এখনও বিশ্বাস রেখেছেন। কিন্তু তিনি নিজেকে বিশ্বাস করেন। বলেন, ‘‘আমি এখনও খেলছি। প্রতিদিন নিজের সেরা অনুশীলনটা করছি। বয়সের সঙ্গে সঙ্গে সেটা আরও বেশি হচ্ছে। আর আমি নিজেকে ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলতে দেখতে পাচ্ছি। তার পর অবসরের কথা ভাবব।’’

এই বাঁ হাতি তাঁর ১৭ বছরের ক্রিকেটার জীবনে খেলেছেন ৪০টি টেস্ট, ৩০৪টি ওডিআই ও ৫৮টি টি২০। রান করেছেন ১৯০০, ৮৭০০ ও ১১৭৭। শোনা যাচ্ছে ‘ইয়ো ইয়ো’ ফিটনেস টেস্ট যেটা তিনি আগে ফেল করেছিলেন সেটা পাস করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement