ICC

দুরন্ত পারফরম্যান্সের জেরে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এলেন ধোনি

সে জন্যই আইসিসি ক্রম তালিকায় ফের উঠে এলেন ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৯
Share:

ভাল পারফরম্যান্সের জেরে আইসিসির ব্যাটিং তালিকায় উঠে এলেন ধোনি। ছবি এপির সৌজন্যে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে দু’টি একদিনের সিরিজ জয় আইসিসির র‍্যাঙ্কিং তালিকায় ভারতের অবস্থান আরও পোক্ত করল। ক্রমতালিকায় ভারত দ্বিতীয় স্থানে থাকলেও প্রথম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। একদিনের ব্যাটিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। অন্যদিকে একদিনের বোলিংয়ে এক নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার জেরে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনধাপ উঠে এলেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। সে জন্যই আইসিসি ক্রম তালিকায় ফের উঠে এলেন ধোনি।

ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল একধাপ উঠে বোলিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ছয় ধাপ উঠে ভুবনেশ্বর কুমার রয়েছেন ১৭ তম স্থানে।

Advertisement

তবে ভারতের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে আইসিসি র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে চতুর্থ স্থানে চলে গেল নিউজিল্যান্ড। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: চহাল টিভিতে আসবেন না, দৌড়ে পালালেন ধোনি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন