মাথায় আঘাতে পরিবর্ত চান ফিঞ্চ

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে নাকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি মাথায় আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের পরিবর্ত নেওয়ার ব্যাপারে অনুমতি দিতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০৩:৫৭
Share:

ছবি এএফপি।

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলতে নেমে মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের পরিবর্ত নেওয়ার ব্যাপারে জোরাল সওয়াল করলেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বলে দিলেন, ‘‘কারও অসুস্থ হয়ে পড়ার চেয়ে বড় হতে পারে না ক্রিকেট খেলা।’’

Advertisement

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে নাকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি মাথায় আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের পরিবর্ত নেওয়ার ব্যাপারে অনুমতি দিতে পারে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে পরিবর্তন হিসেবে নামা ক্রিকেটার কেবলমাত্র ফিল্ডিং করতে পারেন। কিন্তু ব্যাট কিংবা বল করতে পারেন না। তবে ২০১৭ সালের অক্টোবর মাস থেকে বিভিন্ন দেশের ঘরোয়া ম্যাচে মাথায় আঘাতপ্রাপ্ত ক্রিকেটারদের পরিবর্তন হিসেবে নামা খেলোয়াড় ব্যাট ও বল করতে পারেন। পরীক্ষামূলক ভাবে যে নিয়ম আইসিসি-র অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন দেশে চালু রয়েছে।

এখন বিশ্বকাপের ভরা বাজারে এই বিষয়টি সামনে চলে আসার কারণ প্রথম ম্যাচে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় হাসিম আমলার মাথায় চোট পাওয়া। সেই ম্যাচে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের বাউন্সার হাসিম আমলার হেলমেটে সজোরে আঘাত করে। চোট পেয়ে আহত ও অবসৃত হন আমলা। কিন্তু মাথায় চোট নিয়েই তাঁকে পরে ব্যাট করতে নামতে হয়। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ওই চোটের জন্য শারীরিক ভাবে অসুস্থ থাকায় খেলতে পারেননি আমলা।

Advertisement

বুধবার এ প্রসঙ্গ টেনে এনে অস্ট্রেলীয় অধিনায়ক ফিঞ্চ জানিয়ে দেন, মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের পরিবর্ত বোলার বা ব্যাটসম্যান নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। তার আগে ট্রেন্ট ব্রিজে এ দিন ফিঞ্চ এই বিষয়ে বলেন, ‘‘অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু রয়েছে।’’ ফিঞ্চ আরও বলেন, ‘‘সকলেই মাঠে প্রতিপক্ষকে ধাক্কা দিতে চান। কিন্তু এটা নিশ্চয়ই কেউ চান না, প্রতিপক্ষ মাথায় আঘাত পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান। আর তাঁর সুস্থ অবস্থায় খেলতে না পারা জয়-পরাজয় নির্ধারণে একটা

প্রভাব ফেলুক।’’ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও মাথায় আঘাতপ্রাপ্ত ক্রিকেটারের পরিবর্ত নিয়ে খেলার নিয়ম রয়েছে। ফিঞ্চ আরও বলছেন, ‘‘মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের পরিবর্ত ক্রিকেটার যদি বাকি ম্যাচ খেলার অনুমতি পান আন্তর্জাতিক ক্রিকেটে, তা হলে সেটা দুর্দান্ত ব্যাপার হবে। তবে মাঠে লড়াই হলেও, চাই বিপক্ষও সুস্থ হয়ে মাঠ ছাড়ুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন