ICC World CUp 2019

‘ফিরে এস এবি’, টানা হারের পরে আকুল আহ্বান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরেছে প্রোটিয়ারা। রবিবার বাংলাদেশের কাছেও ২১ রানে হার মেনেছেন ফ্যাফ দু’ প্লেসিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৬:৪৯
Share:

এবিকে ফেরানোর দাবি ভক্তদের। —ফাইল চিত্র।

বিশ্বকাপে টানা দুটো হারের পরে দক্ষিণ আফ্রিকা শিবিরে এবি ডিভিলিয়ার্সকে ফেরানোর দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরেছে প্রোটিয়ারা। রবিবার বাংলাদেশের কাছেও ২১ রানে হার মেনেছেন ফ্যাফ দু’ প্লেসিরা। দক্ষিণ আফ্রিকার এই বিপর্যয় দেখার পরে এবিডি-কে দলে ফেরানোর কথা বলেছেন রবিন রমেশন নামের এক ভক্ত। ডিভিলিয়ার্স ফিরলেই দক্ষিণ আফ্রিকা বাঁচবে। এমনটাই মনে করছেন তিনি। রবিনের মতোই চিন্তাভাবনা অন্য ক্রিকেটভক্তদেরও। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ফিরলেই বদলে যাবে দক্ষিণ আফ্রিকা। এক ভক্ত লিখেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা ডিভিলিয়ার্সের অভাব বোধ করছে। ওকে দলে ফেরানো উচিত।’’ আর এক ভক্ত লিখেছেন, ‘‘অবসর ভেঙে ফিরে আসা উচিত ডিভিলিয়ার্সের।’’

এর আগে ১৯৯২ সালের বিশ্বকাপে পর পর দুটো ম্যাচে হার মেনেছিল দক্ষিণ আফ্রিকা। তার পরে আর কোনও বিশ্বকাপে এমন বিপর্যয়ের মুখ দেখেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে টানা হারের হ্যাটট্রিকের মুখোমুখিও হতে হয়নি প্রোটিয়াদের। পরের ম্যাচেই ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে বিরাট কোহালিদের প্রথম ম্যাচ। সেই ম্যাচেও কি হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে?

Advertisement

আরও খবর: লড়াকু মাশরাফির নাছোড় মনোভাব বদলে দিয়েছে দলের মানসিকতাই

আরও খবর: বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?

আকাশ চোপরার মতো ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ভারতের কাছেও হয়তো হারবে প্রোটিয়া-বাহিনী। অন্ধকার থেকে আলোয় দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যেতে পারেন একমাত্র ডি ভিলিয়ার্সই। সেই কারণেই তাঁকে ফেরানোর আর্তি সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement