‘একা কুম্ভ’ শাকিব বাঁচাতে পারলেন না বাংলাদেশকে

শুরুতে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে নিউজ়িল্যান্ড আট উইকেট হারিয়ে তোলে ২৪৮।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০৪:০০
Share:

যোদ্ধা: ৬৮ বলে ৬৪ রান করে দলকে টানলেন শাকিব। এএফপি

দুর্দান্ত লড়েও শেষরক্ষা হল না বাংলাদেশের। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দু’উইকেটে হেরে গেল মাশরফি মর্তুজ়ার দল।

Advertisement

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে জিততে গেলে শেষ পাঁচ ওভারে বাংলাদেশকে নিতে হত তিন উইকেট। নিউজ়িল্যান্ডের দরকার ছিল ৩০ রান। ৪৭তম ওভারের তৃতীয় বলে মহম্মদ সৈফুদ্দিন যখন ম্যাট হেনরিকে বোল্ড করলেন তখন নিউজ়িল্যান্ডকে জিততে গেলে করতে হত সাত রান। কিন্তু চাপের মুখে ওই ওভারের শেষ বলে পর পর দু’টি ওয়াইড করেন সৈফুদ্দিন। শেষ বলে লকি ফার্গুসন চার মারলে জয়ের জন্য আর এক রান দরকার ছিল নিউজ়িল্যান্ডের। ৪৮তম ওভারে মুস্তাফিজ়ুর রহমানের প্রথম বলেই মিচেল স্যান্টনার চার মেরে ম্যাচ শেষ করে দেন।

শুরুতে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে নিউজ়িল্যান্ড আট উইকেট হারিয়ে তোলে ২৪৮। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ছন্দে ব্যাট করেছিলেন, দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও সেই ছন্দেই খেলে গেলেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান শাকিব আল হাসান। এ দিন ছিল তাঁর ২০০তম ওয়ান ডে। বুধবার ওভালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৬৮ বলে শাকিব করলেন ৬৪ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে নিয়ন্ত্রিত এই ইনিংস খেলার মাঝে সাতটি চার মারলেন বাংলাদেশের ভরসা এই ব্যাটসম্যান। কিন্তু শাকিবের মতো বড় রান পাননি তাঁর সতীর্থেরা। বোলিং করতে এসে দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরোকেও বল হাতে ফেরান শাকিব। কিন্তু ‘একা কুম্ভ’ হয়ে লড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতাতে পারলেন না তিনি।

Advertisement

শুরুতেই দ্রুত দুই ওপেনার ফিরে যাওয়ায় তিন নম্বরে ব্যাট করতে এসে শাকিব রুখে দাঁড়ান নিউজ়িল্যান্ড বোলারদের বিরুদ্ধে। প্রথম ম্যাচের মতো মুশফিকুর রহিম (৩৫ বলে ১৯ রান) এ দিন বড় রান করতে ব্যর্থ। ম্যাট হেনরি ৪৭ রানে নেন চার উইকেট।

বাংলাদেশের ২৪৪ রান তাড়া করতে নেমে ম্যাচ সেরা রস টেলর করেন ৯১ বলে ৮২ রান। জয়ের কাছে এসে ম্যাচ হারায় হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরফি মর্তুজ়া। বলছেন, ‘‘২০-৩০ রান কম উঠেছে। এখনও সাতটি ম্যাচ রয়েছে। আশা করছি, পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন