Bhojpuri Song

ঝালমুড়ির পর এবার ভাইরাল ভোজপুরি গান ‘জিলা টপ লাগেলু’

‘জিলা টপ লাগেলু’ গানের যে ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি বার্লিনের।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ১৪:১২
Share:

লন্ডনের রাস্তায় ভোজপুরি গানে নাচছেন দর্শকরা। ছবি : টুইটার থেকে নেওয়া

ভারত অস্ট্রেলিয়ার ম্যাচের দিন ওভালের স্টেডিয়ামের বাইরে ব্রিটিশ ঝালমুড়ি বিক্রেতার ছবি ভাইরাল হয়েছিল। এবার বিশ্বকাপের বাজারে ভাইরাল হল জনপ্রিয় ভোজপুরি গান ‘জিলা টপ লাগেলু’। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, এটিও ওভালে ভারতের ম্যাচের পরের ভিডিয়ো। তবে এইভিডিয়োটি লন্ডনের নয় বলে জানা গিয়েছে।

Advertisement

‘জিলা টপ লাগেলু’ গানের যে ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে সেটি বার্লিনের। বার্লিন কার্নিভালে একাধিক ভারতীয় ড্যান্স গ্রুপ অংশ নিয়েছিল। তাদের মধ্যেই একটি গ্রুপ রাস্তার ধারে এই ‘জিলা টপ লাগেলু’ গানটি চালিয়ে নাচতে শুরু করে। সেই গানের তালে নাচে যোগ দেন উপস্থিত শ্রোতা-দর্শকরাও। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।

এবার বিশ্বকাপে ব্রিটিশ নাগরিকের ঝালমুড়ি বিক্রির দৃশ্য ভাইরাল হওয়ার পরই কেউ বার্লিন কার্নিভালের এই ছবি লন্ডনের রাস্তায় তোলা বলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। আর তারপরই ভাইরাল হয়ে যায় সেটি। প্রচুর মানুষ রিটুইট করেছেন ভিডিয়োটি।

Advertisement

আরও পড়ুন : ওভাল স্টেডিয়ামের বাইরে ঝালমুড়ি বেচছেন ব্রিটিশ বিক্রেতা

আরও পড়ুন : অভিনন্দন বর্তমানকে টেনে পাক টিভির বিজ্ঞাপন

(প্রতিবেদনটি প্রথমবার প্রকাশের সময় এই ভিডিয়োটি লন্ডনের বলে উল্লেখ করা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন