ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

২ বছর আগের স্মৃতি তাতাচ্ছে পাকিস্তানকে, আত্মবিশ্বাসী সরফরাজরা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রেরণা খুঁজছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ২০:৪২
Share:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে পাকিস্তান। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রেরণা খুঁজছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান।

Advertisement

মেগা টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। শেষ দশটি ওয়ানডে ম্যাচে পরাজিত হয়েছেন সরফরাজ আহমেদরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ম্যাচে হারের পরে ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছে ১৯৯২ সালের বিশ্বজয়ীদের।

এ রকম অবস্থায় দু’ বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সরফরাজদের প্রেরণা জোগাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও পরিস্থিতি অনেকটা এ রকমই ছিল। সেই টুর্নামেন্টের আগেও বেশ কয়েকটি ম্যাচে হারতে হয়েছিল পাকিস্তানকে। কিন্তু, টুর্নামেন্ট শুরু হতেই ছবিটা বদলে যায়। ভারতকে ফাইনালে ধরাশায়ী করে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়।

Advertisement

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচের আগে পাক অধিনায়ক সরফরাজ বলেন, ‘‘ছেলেরা পুরোদস্তুর তৈরি। আগের ম্যাচগুলোয় হারের স্মৃতিকে পিছনে সরিয়ে রেখে ছেলেরা সামনের দিকেই তাকাতে তৈরি। আমরা এক মাস ধরে ইংল্যান্ডের পরিবেশে প্র্যাকটিস করছি। এই টুর্নামেন্টে যে আমরা ভাল করব, তা সবাই বিশ্বাস করতে শুরু করেছে।’’

এ দিকে, পাকিস্তানের জাতীয় পোশাক পরে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে মিশ্র প্রতিক্রিয়ার সামনাসামনি হতে হয়েছে সরফরাজকে। বাকিংহ্যাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎ করেন দশ দেশের অধিনায়ক। সেই অনুষ্ঠানে সালোয়ার কামিজ পরে যাওয়ায় পাক অধিনায়ককে কটাক্ষ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানে অবশ্য সরফরাজ প্রশংসিত।

ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির আবহাওয়া পাক-সাজঘরে। সরফরাজ জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই মহম্মদ আমিরের। সরফরাজ বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার জন্য তৈরি মহম্মদ আমির।’’

আমির দলে ফিরলে শক্তিশালী হবে পাকিস্তানের বোলিং। বিশ্বকাপের আগের ম্যাচগুলোয় হারের দুঃসহ স্মৃতি সরিয়ে রেখে মেগা টুর্নামেন্টে নামছে পাকিস্তান। দু’ বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফির পুনরাবৃত্তি কি ঘটবে ইংল্যান্ডেই? আশায় বুক বাঁধছেন সরফরাজরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement