ICC World Cup 2019

‘এখনও আমার মধ্যে যৌবন রয়েছে’, চহালকে বললেন শাস্ত্রী  

ভারতের প্রথম ম্যাচ শুরু হতে এখনও বাকি দিনকয়েক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ সাউদাম্পটনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৭:৩২
Share:

চহালকে দেওয়া সাক্ষাৎকারে অকপট শাস্ত্রী। —ফাইল ছবি।

‘‘যৌবন তো এখনও আছে।’’ ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চহালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন দলের ‘হেড স্যর’ রবি শাস্ত্রী।

Advertisement

বিসিসিআই-এর টুইটারে হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাইক হাতে যুজবেন্দ্র চহাল ইন্টারভিউ নিচ্ছেন ভারতীয় দলের সঙ্গে থাকা সাপোর্টিং স্টাফদের। এই ইন্টারভিউ ভিডিয়োটি অন্য মাত্রা পায়, যখন মাইক হাতে চহাল পৌঁছে যান শাস্ত্রীর কাছে।

ভারতের প্রথম ম্যাচ শুরু হতে এখনও বাকি দিনকয়েক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ সাউদাম্পটনে। সাউদাম্পটন যাওয়ার পথে টিম বাসের ভিতরেই সাপোর্ট স্টাফদের ইন্টারভিউ নেন চহাল। সেই আলাপচারিতায় বেরিয়ে আসে পর্দার পিছনের নানা অজানা কথা।

Advertisement

আরও খবর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ কোহালিদের, পছন্দের একাদশ বাছলেন লক্ষ্মণ

আরও খবর: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা পাক শিবিরে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনিশ্চিত তারকা পেসার

এর পর দলের প্রধান কোচ শাস্ত্রীর দিকে চহাল ছুড়ে দেন প্রশ্ন। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। বাসের জানালার পাশে বসা শাস্ত্রী বাইরের দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘‘মনে হচ্ছে, আমি অনেক দিন পরে নিজের বাড়িতে ফিরে এসেছি। ২০ বছর আগে গ্ল্যামারগনের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময়ে এই রাস্তার উপর দিয়েই আমি সপ্তাহে ৪-৫ বার যাতায়াত করতাম। এ সব দেখে আমার যৌবনের দিন মনে পড়ে যাচ্ছে।’’ এর পরেই ঠাট্টার সুরে শাস্ত্রী বলে ওঠেন ‘‘এখনও তো আমার মধ্যে যৌবন রয়েছে।’’

বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের খোশমেজাজে দেখে খুশি ভারতের ভক্তরাও। 📺 📺 _ 👉👉👉

বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের খোশমেজাজে দেখে খুশি ভারতের ভক্তরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন