Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা পাক শিবিরে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনিশ্চিত তারকা পেসার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪২১ রানের পাহাড় গড়েছিলেন ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে পাঁচশো রান ছোঁয়াও অসম্ভব নয় বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ।

শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। ছবি: রয়টার্স।

শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৯ ১৬:০৮
Share: Save:

শুরুর আগেই ধাক্কা পাক-শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন মহম্মদ আমির। বাঁ হাতি পেসারের ফিটনেস এখনও খেলার মতো নয়। সেই কারণেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আমিরকে মাঠের বাইরে রেখেই খেলতে নামছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৪২১ রানের পাহাড় গড়েছিলেন ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে পাঁচশো রান ছোঁয়াও অসম্ভব নয় বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন বিশ্ব কাঁপানো সব ব্যাটসম্যান। তাঁদের বিরুদ্ধে নামার আগেই কি তা হলে রক্তাল্পতা পাক বোলিং বিভাগে? এ কথা অবশ্য মানতে নারাজ পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হতশ্রী পারফরম্যান্স করেছিল পাকিস্তান। রানের পাহাড়ে চড়েও বোলিং ব্যর্থতায় সিরিজ হারতে হয়েছিল সরফরাজ আহমেদদের। বোলিংয়ে রক্তাল্পতার জন্যই বিশ্বকাপের চূড়ান্ত দলে ফিরিয়ে আনা হয়েছে আমির, ওয়াহাব রিয়াজকে।

আরও খবর: আজই কি বিরাট কোহালিকে টপকে যাবেন হাসিম আমলা?

প্রাথমিক দলে অবশ্য ছিলেন না আমির। চূড়ান্ত দলে তিনি ফিরলেও ফিটনেস সমস্যায় বিলম্বিত হচ্ছে তাঁর বিশ্বকাপে নামা। পাক কোচ মিকি আর্থার জানিয়ে দিয়েছেন, পুরোদস্তুর ফিট এখনও নন আমির। আরও কয়েক দিন বিশ্রামের দরকার বাঁ হাতি পেসারের। টিম ম্যানেজমেন্টের তরফেও আমিরকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE