Advertisement
E-Paper

আইপিএল থেকে অবসর নেওয়ার ছ’দিন পরেই বিশ্বরেকর্ড রাসেলের, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নজির অলরাউন্ডারের

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ৫০০০ বা তার বেশি রান করেছেন। ছ’জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। এই সব কটি তালিকায় রয়েছেন এক জনই। তিনি আন্দ্রে রাসেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮
picture of cricket

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

গত রবিবার আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সহকারী কোচ হিসাবে এ বার দেখা যাবে তাঁকে। তবে অন্য দেশের টি-টোয়েন্টি লিগগুলিতে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। অবসর নেওয়ার ছ’দিন পরেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে গড়ে ফেললেন একটি নজিরও।

প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন রাসেল। গত জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রাসেল এখনও ২০ ওভারের ক্রিকেটে কার্যকর ভূমিকা নিতে পারেন। শুক্রবার তিনি আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে। এই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ক্রিকেটার ৫০০০ বা তার বেশি রান করেছেন। ছ’জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। এই সব কটি তালিকায় রয়েছেন এক জনই। তিনি রাসেল। শুক্রবার তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এই ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে রাসেলের রান ৯৪৯৬। উইকেট ৫০০। ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ়ের আর এক প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানেরও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৫০০ উইকেট রয়েছে।

শুক্রবার আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ছ’নম্বরে ব্যাট করতে নামেন রাসেল। ২৩ বলে করন ৩৬ রান। ৩টি চার এবং ২টি ছয় মারেন। যদিও তাঁর দল ৮ উইকেটে হেরে গিয়েছে। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান করে আবু ধাবি নাইট রাইডার্স। জবাবে ১৯.৩ ওভারে ২ উইকেটে ১৭২ রান তুলে নেয় ডেজার্ট ভাইপার্স। ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শিমরন হেটমেয়ার।

Andre Russell T20 Cricket KKR world record
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy