ICC world cup 2019

শিখরের পরিবর্তে দলে ঋষভ পন্থ, ইংল্যান্ড রওনা দিতে পারেন আজই

শিখর ধওয়নের ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে তরুণ ক্রিকেটার ঋষভ পন্থকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ১৩:২৮
Share:

শিখরের পরিবর্তে দলে যুক্ত করা হতে পারে ঋষভ পন্থকে। ছবি- এপি

শিখর ধওয়নের ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে তরুণ ক্রিকেটার ঋষভ পন্থকে। মঙ্গলবার থেকে শিখরের চোট নিয়ে নানা জল্পনার মাঝেই এই খবর ভেসে উঠেছে।

Advertisement

বোর্ড সূত্রে খবর, বাঁ হাতি এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধওয়ানের ব্যাক আপ হিসেবে ডেকে নেওয়া হয়েছে। বুধবার বিকেলের দিকে বা বৃহস্পতিবার সকালেই তিনি ইংল্যান্ড পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে। দলের সঙ্গে যোগ দিয়েই তিনি প্র্যাকটিস শুরু করে দেবেন, যাতে প্রয়োজনে পাকিস্তান ম্যাচেই তাঁকে ব্যবহার করা যেতে পারে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার নাইলের বলে হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া শিখরকে দলের মেডিকেল টিমের নজরে রাখা হচ্ছে। গতকাল বলা হয় শিখরকে দু সপ্তাহ টিমের বাইরে থাকতে হবে। মেডিকেল টিম যদি দেখতে পায় আশানুরূপ ভাবে শিখরের অবস্থার কোনও উন্নতি হচ্ছে না তখন বিসিসিআই আইসিসিকে পরিবর্তনের জন্য অনুরোধ করবে।

Advertisement

আরও পড়ুন:বিশ্বকাপ জিতবে ভারত? রেকর্ড কিন্তু তেমনই বলছে​

হরভজন থেকে পিটারসন সবাই ঋষভ পন্থকে নেওয়ার দাবি তুলেছেন। বোর্ডের মনোভাব দেখে বোঝা যাছে তারা ঋষভকেই দলে সুযোগ দেওয়ার দিকে এগিয়ে চলেছেন। শিখরের জায়গায় নিউজিল্যান্ড ম্যাচে ওপেন করবেন কে এল রাহুল এবং চার নম্বরের দাবিদার হিসেবেই যে ঋষভ পন্থকে নেওয়া হতে পারে তাই মনে করা হছে। অবশ্যই ঋষভের আইপিএলের পারফরম্যান্সের জন্য তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। সুত্রের খবরে এও বলা হছে শিখর যদি এক সপ্তাহের মধ্যে ফিটনেসে উন্নতি করতে না পারেন তখনই ঋষভকে সুযোগ দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন