West Indies

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৬ পয়েন্ট কাটা গেল ক্যারিবিয়ানদের

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ক্ষমা চেয়ে শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:৫২
Share:

সিরিজ হারের সঙ্গে বড় ধাক্কা ক্যারিবিয়ানদের। ছবি: আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে। এর মধ্যেই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট হারাল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কাটা গিয়েছে ছয় পয়েন্ট তাদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফি-ও কাটা গেল। ম্যাচ ফি-র ৬০ শতাংশ কেটে নেওয়া হল তাদের। সিরিজ হারের সঙ্গে বড় ধাক্কা ক্যারিবিয়ানদের।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ রেফারি ছিলেন রিচি রিচার্ডসন। নির্ধারিত সময় যত ওভার করার কথা ছিল তার থেকে তিন ওভার কম করেছেন জেসন হোল্ডাররা। সেই জন্যই এই শাস্তি দিলেন রিচার্ডসন। আইসিসি জানায়, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়। মঙ্গলবার সেই শাস্তিই পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ক্ষমা চেয়ে শাস্তি মেনে নেওয়ায় কোনও শুনানি হয়নি। সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৫৮ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্টে ইনিংস এবং ৬৩ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement