ফের সূচি বদল আইএফএ-র

কলকাতা লিগের ক্রীড়াসূচি এখন হাসির খোরাক হয়ে গিয়েছে। ডার্বি ম্যাচ পিছোনো হয়নি ঠিকই। কিন্তু মিনি ডার্বির সূচি এক দিন অন্তর অন্তরই বদেল দিচ্ছে আইএফএ। নতুন সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫০
Share:

কলকাতা লিগের ক্রীড়াসূচি এখন হাসির খোরাক হয়ে গিয়েছে। ডার্বি ম্যাচ পিছোনো হয়নি ঠিকই। কিন্তু মিনি ডার্বির সূচি এক দিন অন্তর অন্তরই বদেল দিচ্ছে আইএফএ। নতুন সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ। সে দিনই আবার মোহনবাগান-টালিগঞ্জ অগ্রগামীর রিপ্লে ম্যাচ রয়েছে। আর ইস্টবেঙ্গল-এরিয়ান এবং মোহনবাগান-মহমেডান ম্যাচ দু’টি হবে ১৮ তারিখ। অথচ শুক্রবারই আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘১৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ হবে। ১৫ তারিখ হবে মোহনমবাগান-মহমেডান ম্যাচ। ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচটি নির্ধারিত ১৪ তারিখেই হবে।’’ ইদের জন্য ১১ সেপ্টেম্বর প্রশাসন পুলিশ দিতে পারবে না বলেই মূলত সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় আইএফএ। তবে এক দিনের ব্যবধানে লিগের পুরো সূচি বদলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ময়দানে। সুযোগ পেয়ে মোহনবাগানও ক্ষোভ উগরে দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement