ভারত-পাক ম্যাচে ইডেনে থাকছেন ইমরান

ইডেনে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের বিশেষ আকর্ষণ হতে চলেছেন ইমরান খান। এবিপি নিউজের হয়ে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তিনি যে আসছেন কলকাতায় সে কথা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই ফোনে জানিয়েছেন ইমরান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৮:১৯
Share:

ইডেনে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের বিশেষ আকর্ষণ হতে চলেছেন ইমরান খান। এবিপি নিউজের হয়ে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তিনি যে আসছেন কলকাতায় সে কথা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই ফোনে জানিয়েছেন ইমরান। তাঁর আসার খবরে খুশি সৌরভ জানিয়ে দিয়েছেন, ইমরানের ইডেনে আসাটা সম্মানের। শেষ এই ইডেনে বসেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। সে অনেক আগের কথা। মাঠে বসে আবার অনেকদিন পরে ভারত-পাকিস্তান লড়াই দেখবেন তিনি।

Advertisement

শুধু ইমরান নন, কয়েকজন প্রাক্তন ভারত অধিনায়ককেও দেখা যেতে পারে এই ম্যাচে। তবে এখনও চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত কারা আসবেন।

আরও খবর

Advertisement

ম্যাচ নিয়ে নিরাপত্তার লিখিত আশ্বাস চাইল পাক বোর্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement