Sports News

যুব বিশ্বকাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ ম্যাচের দিন প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন স্টেডিয়ামে। সঙ্গে ১২জন প্রাক্তন ফুটবলার। ঘানা-কলম্বিয়া ম্যাচ শেষে আর ভারত-ইউএসএ ম্যাচ শুরু মাঝ খানে উদ্বোধন হয়ে গেল ভারতের মাটিতে বিশ্বকাপের। 

Advertisement

সুচরিতা সেন চৌধুরী

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ১৯:২৩
Share:

এ বার খেলা শুরুর অপেক্ষা....

Advertisement

চলছে জাতীয় সঙ্গীত।

দুই দল নেমে পড়েছে মাঠে।

Advertisement

ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারে ফেটে পড়েছে গোটা স্টেডিয়াম।

মাঠে নামল ইউএসএ দল।

মাঠের মাঝখানে মেলে ধরা হয়েছে বিরাট ফিফা বিশ্বকাপের পতাকা।

মাঠে নামল ভারতীয় দল।

টিকিট কাউন্টারের সামনে শেষ বেলায়ও ছিল লোকের লাইন।

ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে থেকেই স্টেডিয়াম চত্তরে চলে এসেছিলেন প্রচুর ফুটবল ফ্যান।

বাইরে এখনও হাজির প্রচুর মানুষ।

প্রায় ভরে গিয়েছে স্টেডিয়ামে।

ছ’টি ভেন্যুর ভিডিও চলছে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন জুড়ে।

বিভিন্ন রাজ্যে জুনিয়র ফুটবলারদের হাতে ফুটবল তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

সম্মানিত করা হল মহিলা ফুটবল দলের অধিনায়ক বেমবেম দেবীকে।

দিল্লির ছেলে সুনীল ছেত্রীর নামে হাততালিতে ফেটে পড়ল স্টেডিয়াম।

জুনিয়র দলের অধিনায়ক হিসেবে সাফল্য থাকায় মঞ্চে হাজির জোয়াকিম আব্রাঞ্চেজ।

ভারতীয় ফুটবলের আইকন ভাইচুং ভুটিয়া।

সংবর্ধনা দিয়ে মঞ্চে ডেকে নেওয়া হল বিজয়নকে।

শোনা যাচ্ছে বদ্রু বন্দ্যোপাধ্যায় এ দিন দিল্লি পৌঁছেও স্টেডিয়ামে পৌঁছতে পারলেন না সংবর্ধনা অনুষ্ঠানে।

ভাস্কর গঙ্গোপাধ্যায়ের নাম ডাকা হলেও তাঁকে মঞ্চে দেখা গেল না।

এলেন নইমুদ্দিন।

হুইল চেয়ারে বসিয়ে পিকে বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে নিয়ে এলেন ভাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন।

পাশেই রয়েছেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেলও।

রয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।

স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরিকল্পনা তো অনেকই ছিল। কিন্তু ফিফার নিয়মে আটকে সে সব কিছুই করা সম্ভব হয়নি ভারত সরকারের পক্ষে। যয়ে কারণে বাতিল করতে হয়েছে টুর্নামেন্ট শুরুর এক দিন আগের জাকজমকপূর্ণ অনুষ্ঠান। ফিফার কাছে ফুটবলটাই আসল। আজ ম্যাচের দিন প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন স্টেডিয়ামে। সঙ্গে ১২জন প্রাক্তন ফুটবলার। ঘানা-কলম্বিয়া ম্যাচ শেষে আর ভারত-ইউএসএ ম্যাচ শুরু মাঝ খানে উদ্বোধন হয়ে গেল ভারতের মাটিতে বিশ্বকাপের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন