match fixing

কোহলীদের ম্যাচ চলাকালীন পুণে থেকে গ্রেফতার ৩৫ জন ক্রিকেট জুয়াড়ি

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন বহুতল থেকে গ্রেফতার করা হয় ক্রিকেট জুয়াড়িদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৯:৫০
Share:

প্রতীকী ছবি

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন গ্রেফতার ৩৫ জন জুয়াড়ি। খেলা যেখানে হয়েছে, সেই পুণে থেকেই গ্রেফতার করা হয়েছে তাদের। পুণের পিম্পরি চিঁচওয়াড় পুলিশের কমিশনার কৃষ্ণ প্রকাশ এই খবর জানিয়েছেন।

Advertisement

ধৃতরা সরাসরি ম্যাচ গড়াপেটায় জড়িত ছিল না। তারা অন্য জুয়াড়িদের সহকারী হিসেবে কাজ করছিল। এদের প্রত্যেককেই পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন বহুতল থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে এদের কাজ ছিল প্রতি বলের পর জানিয়ে দেওয়া সেই বলে কী হয়েছে।

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ৬ উইকেটে হেরে যায় ইংল্যান্ডের কাছে। প্রথমে ব্যাট করে বিরাট কোহলীরা ৬ উইকেটে ৩৩৬ রান তোলে। জবাবে ইংল্যান্ড ৩৯ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

Advertisement

গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন নভেম্বরে গুরুগ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারাও একই ভাবে জুয়াড়িদের সাহায্য করছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন