নাগপুরে তৃতীয় টেস্ট, প্রথম ইনিংসে ২১৫ রানে গুটিয়ে গেল ভারত

নাগপুরে সিরিজের তৃতীয় টেস্টে শুরুটা ভাল হল না ভারতের। এ দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মাত্র ২১৫ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। শুরুর প্রথম ১৪ ওভারের মধ্যেই ৩৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধবন।

Advertisement
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৫ ১৩:৩৪
Share:

নাগপুরে সিরিজের তৃতীয় টেস্টে শুরুটা ভাল হল না ভারতের। এ দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দিনে ৭৮.২ ওভারে মাত্র ২১৫ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৮ রানে চার উইকেট নিয়েছেন সাইমন হারমার। প্রথম ১৪ ওভারের মধ্যেই ৩৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধবন। এর পর একে একে চেতেশ্ব পূজারা, মুরলী বিজয়, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের উইকেট খুইয়ে এই মুহূর্তে বেশ কিছুটা বেকায়দায় ভারত। বৃষ্টি ধোয়া দ্বিতীয় টেস্টের পর আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ লিডের লক্ষ্যে নেমেছে ভারত।

Advertisement

ভারতীয় দলে বরুণ অ্যারনের পরিবর্তে এসেছেন রোহিত শর্মা, স্টুয়ার্ট বিনির জায়গায় এসেছেন অমিত মিশ্র। অন্য দিতে দক্ষিণ আফ্রিকা দলে কাইলি অ্যাবটের জায়গায় খেলবেন সিমন হারমার। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারছেন না ডেল স্টেইন।

হাসিম আমলার দুর্দান্ত ফর্ম ভারতকে চিন্তায় রাখলেও ডেল স্টেইন দলের বাইরে থাকায় কিছুটা স্বস্তিতে বিরাট কোহলির ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement