India vs Pakistan

খেলার মাঠে আবার ভারত-পাক লড়াই, পাঁচ মাস পরেই ভারতের মাটিতে বিশ্বকাপে মুখোমুখি দুই দেশ

ভারতের মাঠে আবার দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দেশ। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:৩২
Share:

হকি বিশ্বকাপে আবার দেখা যাবে ভারত ও পাকিস্তানের সমর্থকদের। —ফাইল চিত্র।

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ অনিশ্চিত হয়ে পড়লেও হকিতে দুই দল মুখোমুখি হচ্ছে। সেটাও ভারতের মাটিতে। পাঁচ মাস পরেই হবে খেলা। জুনিয়র বিশ্বকাপ হকিতে দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছে।

Advertisement

এই বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসে তামিলনাড়ুতে ছোটদের হকি বিশ্বকাপ হবে। পুল ‘বি’-তে ভারত এবং পাকিস্তান রয়েছে। এই গ্রুপের বাকি দু’টি দল সুইৎজারল্যান্ড এবং চিলি। সুইৎজারল্যান্ডের লুসানেতে শনিবার প্রতিযোগিতার গ্রুপবিন্যাস হয়েছে। ছ’টি গ্রুপের প্রত্যেকটিতে চারটি করে দল রাখা হয়েছে।

তামিলনাড়ুর চেন্নাই এবং মাদুরাইয়ে হবে এ বারের প্রতিযোগিতা। এ বার ছোটদের হকি বিশ্বকাপ আকারে বেড়েছে। এই প্রথম ২৪টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। পুল ‘এ’-তে রয়েছে জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, আয়ারল্যান্ড। পুল ‘সি’-তে আছে আর্জেন্টিনা, নিউ জ়িল্যান্ড, জাপান, চিন।

Advertisement

শনিবারের অনুষ্ঠানে বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম, হকি ইন্ডিয়ার সচিব ভোলা নাথ সিং এবং হকি ইন্ডিয়ার ডিরেক্টর আরকে শ্রীবাস্তব ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement