অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ মিনিটের গোলে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিল ভারত। ফাইনালে বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও দু’দল মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়েরই প্রায় রিপ্লে দেখা গেল শুক্রবার ফাইনালে। এক দল এগিয়ে যায় তো অন্য দল পাল্টা আক্রমণে তাঁর জবাব দিচ্ছিল। যার শুরুটা করে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০৪:০২
Share:

ট্রফি নিয়ে গ্রুপ ছবি। ঢাকায় এশীয় হকিতে চ্যাম্পিয়ন ‘জুনিয়র’ ভারত। ছবি: পিটিআই।

শেষ মিনিটের গোলে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিল ভারত। ফাইনালে বাংলাদেশকে ৫-৪ গোলে হারিয়ে।

Advertisement

টুর্নামেন্টের প্রথম ম্যাচেও দু’দল মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়েরই প্রায় রিপ্লে দেখা গেল শুক্রবার ফাইনালে। এক দল এগিয়ে যায় তো অন্য দল পাল্টা আক্রমণে তাঁর জবাব দিচ্ছিল। যার শুরুটা করে ভারত। ছ’মিনিটে প্রথম পেনাল্টি কর্নার মেলে দিলপ্রীত সিংহদের। গোল লক্ষ্য করে শটও যায় বাংলাদেশের দিকে। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে পাল্টা আক্রমণে এম রোমান সরকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ভারত যার দ্রুত জবাব দেয় শিবম আনন্দের গোলে। এর পর ভারত আরও একটা পেনাল্টি কর্নার পেলেও তাতে গোল আসেনি। যে সুযোগে ফের ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ভারত ফের সমতা ফেরায় পেনাল্টি কর্নার থেকে হার্দিক সিংহের গোলে। কিছুক্ষণের মধ্যেই দিলপ্রিত সিংহ দলকে এগিয়ে দেন। বাংলাদেশের হয়ে যার জবাব দেন মহম্মদ আশরাফুল ইসলাম। বুঙ্গো সিংহ ভারতকে এর পর আবার এগিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ ৪-৪ করে ফেলে এল পর মেহবুব হোসেনের গোলে।

Advertisement

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কে শেষ পর্যন্ত জিতবে তখন কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকেই ধরে নিয়েছিলেন যা অবস্থা তাতে শ্যুট আউটের দিকেই ম্যাচ গড়াবে। কিন্তু ম্যাচ শেষের হুটার বাজার কয়েক সেকেন্ড আগে অভিষেক জালে বল জড়িয়ে ভারতের জয় নিশ্চিত করেন।

ম্যাচের সেরা হন হার্দিক সিংহ আর টুর্নামেন্টের সেরা গোলকিপার হন ভারতের পঙ্কজ কুমার রজক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন