আকাশের হাত ধরে হকি ওয়ার্ল্ড লিগ ফাইনাল-এর শেষ চারে ভারত

টানটান উত্তেজনার ম্যাচে শ্যুট আউটে ভারতের হয়ে গোল করেন ললিত উপাধ্যায়, রূপিন্দর পাল সিংহ এবং হরমনপ্রীত সিংহ। সেখানে বেলজিয়ামের হয়ে গোল করেন আর্থার ফান দোরেন এবং ফ্লোরেন্ট ফান অবেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৪:১৯
Share:

নায়ক: গোলকিপার আকাশ চিকতে-কে নিয়ে উল্লাস ভারতীয় খেলোয়াড়দের। বুধবার ভুবনেশ্বরে।  ছবি: পিটিআই

নেপথ্যে ভারতীয় দলের গোলকিপার আকাশ চিকতে-র সাডেন ডেথ-এ দুর্দান্ত পারফরম্যান্স। যার সুবাদে হকি ওয়ার্ল্ড লিগ ফাইনাল-এর সেমিফাইনালে গেল ভারত। কোয়ার্টার ফাইনালে এ দিন ভারতীয়রা হারালেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী বেলজিয়ামকে। যার এই ম্যাচের আগে এই টুর্নামেন্টে হারেনি।

Advertisement

নির্ধারিত সময়ে ম্যাচের ফল ৩-৩ থাকার পর ম্যাচ গড়ায় শ্যুট আউটে। সেখানেও ফল ২-২ থাকলে খেলা গড়ায় সাডেন ডেথ-এ। সেখানে বেলজিয়ামের শ্যুট আউট রুখে দেন ভারতীয় দলের গোলকিপার আকাশ চিকতে। এ ছাড়াও শ্যুট আউটে আরও তিনটি দুরন্ত সেভ করেন তিনি। এর পরেই গোল করে ভারতকে সেমিফাইনালে তোলেন হরমনপ্রীত সিংহ। এ দিন শুরুতে রিজার্ভ বেঞ্চেই ছিলেন আকাশ। কিন্তু ৪৭ মিনিটে মাঠে নামেন তিনি।

টানটান উত্তেজনার ম্যাচে শ্যুট আউটে ভারতের হয়ে গোল করেন ললিত উপাধ্যায়, রূপিন্দর পাল সিংহ এবং হরমনপ্রীত সিংহ। সেখানে বেলজিয়ামের হয়ে গোল করেন আর্থার ফান দোরেন এবং ফ্লোরেন্ট ফান অবেল।

Advertisement

চলতি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাল খেললেও তার পরে ইংল্যান্ড ও জার্মানির বিরুদ্ধে নিজেদের ছন্দে খেলতে পারেনি ভারতীয়রা। কিন্তু এ দিন বেলজিয়ানদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করল তাঁরা।

আরও পড়ুন: পুলিশ এ বার বন্ধ করে দিল এটিকে ম্যাচও

বুধবার সমর্থক ঠাসা স্টেডিয়ামে শুরু থেকেই বেলজিয়ামের উপর ঝাঁপিয়ে পড়েছিল ভারত। ৩১ ও ৩৫ মিনিটে ভারতকে ২-০ এগিয়ে দেন গুর্জন্ত সিংহ ও হরমনপ্রীত সিংহ। কিন্তু এর পরেই ভারতীয় রক্ষণে ভুলভ্রান্তির সুযোগ নিয়ে লুইক লুইপার্ট বেলজিয়ামের হয়ে ২-২ করলে ফের ভারতের হয়ে ৩-২ করে যান রূপিন্দর পাল সিংহ। আসা করা গিয়েছিল, ম্যাচের সমাপ্তি হবে এই ফলেই। কিন্তু চতুর্থ কোয়ার্টারের প্রায় শেষ দিকে ফের বেলজিয়ামের হয়ে ৩-৩ করে যান আমাউরি কিউস্টারস।

খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন