এ বার সামনে পাকিস্তান

পোল্যান্ডকে হারালেন সর্দাররা

ড্রাগনস স্টেডিয়ামে আগুনে পারফরম্যান্স সর্দার সিংহদের। যার জেরে হকি বিশ্ব লিগ সেমিফাইনাল টুর্নামেন্টে ভারত ৩-০ হারাল পোল্যান্ডকে। পাকিস্তান ম্যাচের আগে যে জয় ভারতীয় প্লেয়ারদের আত্মবিশ্বাস আরও মজবুত করল। প্রথম ম্যাচে ফ্রান্সকে ৩-২ হারিয়েছিল ভারত। কিন্তু ফরাসিদের বিরুদ্ধে এ রকম দাপট দেখা যায়নি। মঙ্গলবার যেটা দেখানোর নেপথ্যে বাল্মীকি ভাইরা, যুবরাজ ও দেবেন্দ্র আর ক্যাপ্টেন সর্দার সিংহের দুরন্ত গোল।

Advertisement

সংবাদ সংস্থা

অ্যান্টওয়ার্প শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০৩:১৫
Share:

ড্রাগনস স্টেডিয়ামে আগুনে পারফরম্যান্স সর্দার সিংহদের। যার জেরে হকি বিশ্ব লিগ সেমিফাইনাল টুর্নামেন্টে ভারত ৩-০ হারাল পোল্যান্ডকে। পাকিস্তান ম্যাচের আগে যে জয় ভারতীয় প্লেয়ারদের আত্মবিশ্বাস আরও মজবুত করল। প্রথম ম্যাচে ফ্রান্সকে ৩-২ হারিয়েছিল ভারত। কিন্তু ফরাসিদের বিরুদ্ধে এ রকম দাপট দেখা যায়নি। মঙ্গলবার যেটা দেখানোর নেপথ্যে বাল্মীকি ভাইরা, যুবরাজ ও দেবেন্দ্র আর ক্যাপ্টেন সর্দার সিংহের দুরন্ত গোল।

Advertisement

১৬ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া— অনুকূল পরিবেশে পোল্যান্ড যদিও ম্যাচের গোড়ার দিকে এ দিন চেপে ধরেছিল ভারতকে। ম্যাচের প্রথম পেনাল্টি কর্নারও পায় পোলিশরা। কিন্তু তাতে লাভ হয়নি। এর পর ম্যাচ যত গড়াতে থাকে, ততই দাপট ফেরে ভারতের। ২৩ মিনিটে প্রথম গোল যুবরাজের। তবে এ দিন চোটের জন্য রুপিন্দর পাল সিংহ না থাকায় পেনাল্টি কর্নারে সে ভাবে নজর কাড়তে পারেনি ভারত। গোলও আসেনি। ৪১ মিনিটে রিভার্স ড্রাইভে ব্যবধান বাড়ান ভারতীয় ক্যাপ্টেন। যার দশ মিনিট পরই দেবেন্দ্রর গোল। টুর্নামেন্টে দ্বিতীয় গোল পেলেন অনবদ্য ভাবে। চিংগ্লেনসানা সিংহের ডায়াগনাল বলে স্টিক ছুঁইয়ে।

সর্দারদের সামনে শুক্রবার পাকিস্তানের চ্যালেঞ্জ। সর্দার বলেছেন, ‘‘পাকিস্তান ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরাও প্রস্তুত।’’ এ দিকে, মেয়েদের বিশ্ব হকি লিগে মঙ্গলবার ভারতের মেয়েরা ফের হারল। নিউজিল্যান্ডের কাছে ০-৫।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন