শেষ আটে সামনে স্পেন

হকি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক

দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে টানা তিন নম্বর জয় পেল ভারত। সঙ্গে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করলেন হরজিৎ সিংহরা। বৃহস্পতিবার শেষ আটে ভারতের সামনে স্পেন। ভারতকে এ দিন প্রথমে এগিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন হরজিৎ।

Advertisement
লখনউ শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৬
Share:

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ছবি: পিটিআই

দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে টানা তিন নম্বর জয় পেল ভারত। সঙ্গে কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করলেন হরজিৎ সিংহরা। বৃহস্পতিবার শেষ আটে ভারতের সামনে স্পেন।

Advertisement

ভারতকে এ দিন প্রথমে এগিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন হরজিৎ। যদিও ২৮ মিনিটে দক্ষিণ আফ্রিকার কাইল লায়ন সমতা ফেরান। ভারতের জয়সূচক গোল মনদীপ সিংহের। ৫৫ মিনিটে। তিন ম্যাচে তিনটে জয় নিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে শেষ করল ভারত। স্পেন গ্রুপ ‘সি’র দু’নম্বরে শেষ করায় সেমিফাইনালে উঠতে তাদের মুখোমুখি হতে হবে এর আগে গ্রুপে কানাডা আর ইংল্যান্ডকে হারানো হরজিতদের।

তবে দল জিতলেও এ দিনের পারফরম্যান্সে খুশি নন ভারতের কোচ হরেন্দ্র সিংহ। ‘‘আমাদের যে ভাবে এই ম্যাচটায় খেলার দরকার ছিল সেটা দেখা যায়নি। সিম্পল হকিটা আজ আমরা খেলতে পারিনি। তবে একটা ভাল ব্যাপার, এটা নকআউটে নামার আগে হওয়াটা,’’ বলেন তিনি। সঙ্গে যোগ করেন, ‘‘আমি সব সময় বলি বিপক্ষ নিয়ে চিন্তা করতে হবে না। নিজের খেলাটা, পরিকল্পনাটা কতটা কাজে লাগাতে পারছ সেটা দেখ। প্রথম ১৫ মিনিটের পর আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। ওয়ান টাচ হকিটাই আমাদের টার্গেট। সেটাই খেলা উচিত।’’

Advertisement

শেষ আঠে উঠল অস্ট্রেলিয়া আর বেলজিয়ামও। শেষ আটে অস্ট্রেলিয়া নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর বেলজিয়ামের সামনে আর্জেন্তিনার চ্যালেঞ্জ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন