NMC Guidelines for Medical Students Studying Abroad

বিদেশে পাঠরত মেডিক্যাল পড়ুয়াদের দেশে ফিরে করতে হবে ইন্টার্নশিপ, কী জানিয়েছে এনএমসি?

কমিশনের তরফে এমন নির্দেশিকা জারি হয়েছিল ২০২৩-এও। চিকিৎসাবিজ্ঞানে বিদেশি ডিগ্রি থাকলে দেশে ফিরে কী ভাবে তাঁরা প্র্যাকটিস শুরু করতে পারেন, তা জানানো হয়েছিল বিজ্ঞপ্তির মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও জটিলতা পুরোপুরি দূর হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:২৫
Share:

প্রতীকী চিত্র।

বিদেশে মেডিক্যালে উচ্চশিক্ষা লাভ করেছেন, এমন ভারতীয়েরা দেশে ফিরে কী ভাবে প্র্যাকটিস শুরু করতে পারেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা অস্বচ্ছতা ছিল। এ বার সেই বিভ্রান্তি দূর করে চিকিৎসকদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)।

Advertisement

কমিশনের তরফে এমন নির্দেশিকা জারি হয়েছিল ২০২৩-এও। চিকিৎসাবিজ্ঞানে বিদেশি ডিগ্রি থাকলে দেশে ফিরে কী ভাবে তাঁরা প্র্যাকটিস শুরু করতে পারেন, তা জানানো হয়েছিল বিজ্ঞপ্তির মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও জটিলতা পুরোপুরি দূর হয়নি। কারণ ২০২১-এ প্রকাশ করা হয়েছিল ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট রেগুলেশনসও।

তাই সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এনএমসি জানিয়েছে, ২০২১ সালের ১৮ নভেম্বরের আগে যাঁরা বিদেশি কোনও প্রতিষ্ঠান থেকে বিএস বা সমতুল কোর্স করছেন, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ২০২২ সালের স্ক্রিনিং টেস্ট-এর নির্ধারিত বিধি মেনে। একই সঙ্গে তাঁদের দেশে ফিরে এক বছরের ইন্টার্নশিপও করতে হবে। এনএমসি-র ব্যাখ্যা, এর মাধ্যমে পড়ুয়ারা দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা লাভ করবেন। কেন্দ্রের বিভিন্ন বিধি মেনে কী ভাবে রোগীর চিকিৎসা করা যায়, সে বিষয়েও অবগত হতে পারবেন।

Advertisement

তবে এই ইন্টার্নশিপের নিয়মবিধি শুধু ২০২১ সালের ১৮ নভেম্বরের আগে বিদেশি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মেডিক্যাল পড়ুয়াদের জন্যই কার্যকর করা হবে। এনএমসি-র এই নির্দেশ মেনে চলতে হবে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান এবং কাউন্সিলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement