NSOU Admission 2026

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমার সুযোগ! পড়া যাবে মানবীবিদ্যা-সহ নানা বিষয়

চলতি বছরের জানুয়ারি সেশনের জন্যই বিভিন্ন কোর্স পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৩:২৯
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে ডিপ্লোমার সুযোগ দেবে রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। নতুন বছরের শুরুতেই এ কথা ঘোষণা করা হল বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, মোট পাঁচটি বিষয়ে স্বল্পমেয়াদি বিশেষ পাঠ দেওয়া হবে পড়ুয়াদের। আগ্রহীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর অধীনস্থ ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার কোর্সগুলি আয়োজনের দায়িত্বে রয়েছে। চলতি বছরের জানুয়ারি সেশনের জন্যই বিভিন্ন কোর্স পড়ানো হবে। ক্লাস হবে অনলাইন এবং অফলাইনে— অর্থাৎ ব্লেন্ডেড মাধ্যম পদ্ধতিতে।

পড়ুয়ারা ট্যাক্সেশন অ্যান্ড ই-ফাইলিং, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ইকনোমেট্রিক্স, ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স, চাইল্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এবং ওয়েমেন্স স্টাডিজ়-এর মতো বিষয়গুলি পড়ার সুযোগ পাবেন। সমস্ত কোর্সের ক্লাস চলবে ছ’মাস। কোর্স শেষে পড়ুয়াদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা বা অন্য পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। কোর্স শেষে মিলবে শংসাপত্রও।

Advertisement

কোর্সগুলিতে ভর্তির জন্য স্নাতক যোগ্যতা থাকা জরুরি। তবে প্রতি বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বিস্তারিত উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোর্স ফি-র পরিমাণ ৩,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ১ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ বিষয়ে আরও জানার জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement