AIIMS Kalyani Recruitment 2025

কল্যাণীর এমস-এ নার্স প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট কোন প্রকল্পে কাজ করতে হবে?

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কাজের সুযোগ। প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগে কর্মী প্রয়োজন। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

সংশ্লিষ্ট বিভাগে একজন নার্স নিয়োগ করা হবে। তাঁকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিম্যান্ড রিডাকশন প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের অর্থপুষ্ট।

নিযুক্ত ব্যক্তিকে চুক্তির ভিত্তিতে আগামী ১১ মাস প্রকল্পে কাজ করতে হবে। তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ২০,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স করতে হবে। যাঁদের জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, তাঁরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্য নথি পাঠাতে হবে উল্লিখিত ই-মেল আইডিতেও। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর স্কিল টেস্ট বা পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement