প্রতীকী চিত্র।
রেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য চাকরির সুযোগ দেবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সংস্থার কলকাতা ডক সিস্টেমে কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের তরফে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
পোর্টের তরফে কেবিন অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যান নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে আটটি। তাঁকে কলকাতা ডক সিস্টেমের ট্রাফিক বিভাগে কাজের দায়িত্বভার সামলাতে হবে। সংস্থায় সংশ্লিষ্ট পদে নিযুক্তদের চুক্তির মেয়াদ থাকবে এক বছর। প্রতি মাসে কেবিন অ্যাসিস্ট্যান্টদের ৪০,০০০ টাকা এবং পয়েন্টসম্যানদের ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
উভয় পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং রেলের অবসরপ্রাপ্ত কর্মী হওয়া জরুরি। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বাকি তথ্য বিশদ জানানো হয়েছে।
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।