ইগনু। ছবি: সংগৃহীত।
ডেটা নির্ভরতার যুগে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স-এর চাহিদা বেড়েছে। স্বাস্থ্য ক্ষেত্র থেকে সমাজবিজ্ঞান— সবত্রই ডেটা সায়েন্সের প্রয়োগ দেখা যায়। এ বার তাই ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এর তরফে বিষয়টিও পড়ানো হবে। দূর এবং মুক্তশিক্ষা মাধ্যমেই করা যাবে এই কোর্স।
কোনও স্বল্পমেয়াদি বা ডিপ্লোমা কোর্স নয়, সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি কোর্স পড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস এই কোর্সটি পরিচালনার দায়িত্বে। আগামী বছর জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষে পড়াশোনা শুরু করা যাবে। দু’বছরের এই কোর্স শেষ করা যাবে সর্বাধিক চার বছরের মধ্যে।
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হলেই, আবেদন করা যাবে সংশ্লিষ্ট বিষয়ের স্নাতকোত্তর কোর্সে। প্রতি সেমেস্টারে জমা দিতে হবে ১৩,০০০ টাকা কোর্স ফি।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ জানুয়ারি আবেদনের শেষ দিন।