ন্যালকো। ছবি: সংগৃহীত।
চলতি বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) উত্তীর্ণদের নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)। মঙ্গলবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে কর্মীদের। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২ জানুয়ারি থেকে।
সংস্থায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১০টি। নিযুক্তেরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল বিভাগে কাজের সুযোগ পাবেন। সংস্থায় তাঁদের প্রথমে এক বছর কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতেও ভাতা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁরা চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন। একই সঙ্গে, তাঁদের চলতি বছরে গেট-এ উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, গেট-এ প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জমা দিতে হবে ৫০০ টাকা আবেদনমূল্য আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।