প্রতীকী চিত্র।
যোগ প্রশিক্ষক প্রয়োজন কোচবিহার জেলায়। সেই জেলার প্রশাসনিক ওয়েবসাইটের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। তাতে জানানো হয়েছে, জেলায় অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর থেকে।
জেলায় ন্যাশনাল আয়ুষ হেল্থ মিশনের অধীনে আয়ুষ হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে কাজের দায়িত্ব পালন করতে হবে নিযুক্তদের। মহিলা এবং পুরুষ— দু’ধরনের যোগ প্রশিক্ষকেরই চাহিদা রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১২।
আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগ অ্যান্ড নেচারোপ্যাথি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগাসনে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
প্রতি মাসে ৩২টি সেশনের জন্য পুরুষ প্রশিক্ষকদের ৮,০০০ টাকা দেওয়া হবে। মহিলা প্রশিক্ষকদের মাসে ২০টি সেশন আয়োজনের জন্য ৫০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। আগামী ১৩ জানুয়ারি অনলাইনে আবেদনের শেষ দিন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি ১৪ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।