NBEMS Exam Schedule 2026

আগামী বছর মেডিক্যালের কোন পরীক্ষা, কবে আয়োজন করা হবে? এনবিইএমএস জানাল সম্ভাব্য সূচি

এনবিইএমএস-এর তরফে জানানো হয়েছে, মেডিক্যালের স্নাতক, স্নাতকোত্তর বা উচ্চশিক্ষার একাধিক প্রবেশিকার সম্ভাব্য সময় জানানো হয়েছে সূচিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

প্রতীকী চিত্র।

আগামী বছর মেডিক্যালের বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সোমবার ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)-এর তরফে প্রকাশ করা হয়েছে এই সময়সূচি।

Advertisement

এনবিইএমএস-এর তরফে জানানো হয়েছে, মেডিক্যালের স্নাতক, স্নাতকোত্তর বা উচ্চশিক্ষার একাধিক প্রবেশিকার সম্ভাব্য সময় জানানো হয়েছে সূচিতে। তবে জানানো হয়নি ডেন্টাল সার্জারিতে মাস্টার্স (নিট-এমডিএস) আয়োজনের সম্ভাব্য দিন। বোর্ড জানিয়েছে, প্রকাশিত সূচিতে সম্ভাব্য দিনক্ষণ জানানো হয়েছে, যা ভবিষ্যতে পরিবর্তন করা হতে পারে। বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে সমস্ত পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ এবং ইনফরমেশন বুলেটিনও প্রকাশ করা হবে।

সম্ভাব্য সূচি—

Advertisement

১। এনবিইএমএস ডিপ্লোমা চূড়ান্ত পরীক্ষা (২০২৫ সালের ডিসেম্বর সেশনের জন্য)— ৬ থেকে ৮ জানুয়ারি ২০২৬, দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।

২। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষা (এফএমজিই) (২০২৫ সালের ডিসেম্বর সেশনের জন্য) — ১৭ জানুয়ারি, ২০২৬। প্রথম পত্রের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।

৩। ফেলোশিপ ডিপ্লোমা স্টেটাস টেস্ট-মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এফডিএসটি-এমডিএস) (২০২৫ সালের ডিসেম্বর সেশনের জন্য)— ২১ ফেব্রুয়ারি, ২০২৬। সকাল ৯টা থেকে ১১টা হবে প্রথম পত্রের পরীক্ষা। দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৪। ফেলোশিপ ডিপ্লোমা স্টেটাস টেস্ট-ব্যাচলর অফ ডেন্টাল সার্জারি (এফডিএসটি-এমডিএস) (২০২৫ সালের ডিসেম্বর সেশনের জন্য)— ১ মার্চ, ২০২৬। প্রথম পত্রের পরীক্ষা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৫। গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট) ২০২৬— ৭ মার্চ, ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

৬। ফেলোশিপ এন্ট্রান্স টেস্ট (এফইটি) ২০২৬— ১৪ মার্চ, ২০২৬, সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।

৭। পোস্ট ডিপ্লোমা সেন্ট্রালাইজ়ড এন্ট্রান্স টেস্ট (পিডিসিইটি) ২০২৬— ১২ এপ্রিল, ২০২৬, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।

৮। ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড অফ ফাইনাল এগ্‌জ়ামিনেশন (ডিআরএনবি) এপ্রিল, ২০২৬— ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৯। এনবিইএমএস ডিপ্লোমা ফাইনাল এগ্‌জ়ামিনেশন, জুন ২০২৬— ১৪ থেকে ১৬ মে ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

১০। ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড অফ ফাইনাল এগ্‌জ়ামিনেশন (ডিএনবি), জুন ২০২৬— ১৮ থেকে ২১ জুন ২০২৬, দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত।

১১। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগ্‌জ়ামিনেশন, জুন ২০২৬— ২৮ জুন, ২০২৬। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা এবং দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে হবে পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement