এনআইএফটি। ছবি: সংগৃহীত।
ফ্যাশন ডিজ়াইনিং-সহ একাধিক ডিজ়াইন কোর্সে স্নাতক ও স্নাতকোত্তরে (বিডিএস ও এমডিএস) ভর্তির জন্য প্রবেশিকার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। সর্বভারতীয় এই প্রবেশিকায় আবেদনের আরও কিছু দিন সময় দেওয়া হল পরীক্ষার্থীদের। মঙ্গলবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
২০২৬ সালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (এনআইএফটিইই) হবে আগামী ৮ ফেব্রুয়ারি। গত সপ্তাহে পরীক্ষার্থীদের সুবিধার্থে দেশের আরও দু’টি শহর— গুজরাতের বাপী এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দমনে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছিল এনটিএ। এ বার প্রবেশিকায় আবেদনের জন্য মেয়াদও বৃদ্ধি করা হল।
এনটিএ-র পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ দিন ছিল গত ৬ জানুয়ারি। নয়া বিজ্ঞপ্তিতে এনটিএ জানিয়েছে পরীক্ষার্থীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এ জন্য পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee -এ গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনপত্র দেরিতে জমা দিলে অতিরিক্ত ৫,০০০ টাকা দিতে হবে। দেরিতে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ জানুয়ারি। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১৮ এবং ১৯ জানুয়ারি।
উল্লেখ্য, ২০২৬ সালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (এনআইএফটিইই) পরীক্ষা দেওয়া যাবে হিন্দি এবং ইংরেজি— দুই ভাষাতেই। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা। দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১০২।