প্রতীকী চিত্র।
দেশে কোম্পানি সেক্রেটারি (সিএস) কোর্স নিয়ে পড়ার প্রবেশিকা পরীক্ষা কোম্পানি সেক্রেটারি এগ্জ়িকিউটিভ এন্ট্রান্স টেস্ট (সিএসইইটি)। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)। আগামী বছর জুনে প্রবেশিকার আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছে আইসিএসআই। এ বার পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল প্রতিষ্ঠানের তরফে।
আগামী বছর জুন মাসে সিএসইইটি পরীক্ষা হবে ১ থেকে ৪ জুন পর্যন্ত। দেশের বিভিন্ন সেন্টারে পরীক্ষার আয়োজন করা হবে। প্রতি পত্রে থাকবে ১০০ নম্বর। প্রথম তিনদিন পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৩ ঘণ্টা। তবে চতুর্থ দিনের জন্য বরাদ্দ সময় ২ ঘণ্টা। প্রশ্নপত্র দেখার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও বরাদ্দ করা হবে পরীক্ষার্থীদের জন্য।
পরীক্ষা সূচি—
১ জুন— বিজ়নেস কমিউনিকেশন, দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।
২ জুন— ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।
৩ জুন— ইকোনমিক্স অ্যান্ড বিজ়নেস এনভায়রনমেন্ট, দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।
৪ জুন— বিজ়নেস ল’স অ্যান্ড ম্যানেজমেন্ট, দুপুর আড়াইটে থেকে বিকেল ৪টে ৪৫ মিনিট পর্যন্ত।
পরীক্ষার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পরীক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার জন্য তাঁদের ৭,৫০০ টাকা এবং পরীক্ষার জন্য তাঁদের ১,৫০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে। ফর্ম দেরিতে জমা দিলে তার জন্য নির্ধারিত সময় ৮ থেকে ২০ এপ্রিল।