JEE Main 2026

পরীক্ষার্থীদের ছবি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা! জেইই মেন-এর জন্য করা নয়া পদক্ষেপ এনটিএ-এর

জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:১২
Share:

প্রতীকী চিত্র।

চলতি মাসেই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর প্রথম পর্বের পরীক্ষা। ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু আবেদন জমার দেওয়ার পর নথি যাচাইয়ের সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে। তাই পরীক্ষার্থীদের সচিত্র প্রমাণপত্র জমা দেওয়ার জন্য আরও কিছুটা অতিরিক্ত সময় দিলেন কর্তৃপক্ষ।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্র খতিয়ে দেখতে গিয়ে বোঝা গিয়েছে, বহু পরীক্ষার্থীই আধার কার্ড ছাড়া সচিত্র প্রমাণপত্র জমা দিয়েছেন। আবার কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে আবেদনপত্রে যে নতুন ছবি দেওয়া হয়েছে, তার সঙ্গে আধার কার্ডের ছবির কোনও মিল নেই। এর ফলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নথি যাচাই করার ক্ষেত্রে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হতে পারে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি অতিরিক্ত সার্টিফিকেশন পদ্ধতি চালু করবে এনটিএ।

এনটিএ জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীদের আবেদনপত্র নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে, তাঁদের স্বাক্ষর এবং স্বপ্রত্যয়িত সার্টিফিকেট জমা দিতে হবে। একইসঙ্গে নিজেদের সাম্প্রতিক ছবি এবং অন্য নথি কোনও স্কুল বা কলেজের প্রধানশিক্ষক বা অধ্যক্ষ দ্বারা প্রত্যয়িত করিয়ে তা জমা দিতে হবে। যাঁরা প্রধানশিক্ষক বা অধ্যক্ষ দিয়ে ছবি প্রত্যয়িত করার সুযোগ পাবেন না, তাঁরা ক্লাস-১ গেজেটেড অফিসারদের দিয়ে সমস্ত নথি এবং ছবি প্রত্যয়িত করে জমা দিতে পারবেন। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে নথি জমা দিতে হবে পিডিএফ ফরম্যাটে। আগামী ১৫ জানুয়ারি নথি জমা দেওয়ার শেষ দিন। পরীক্ষার্থীদের এই নথি জমা দেওয়ার পর একটি প্রিন্ট নিয়েও রাখতে হবে। কারণ, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ছবি যাচাইকরণের এই নথিও তাঁদের দেখাতে হবে।

Advertisement

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারি।

অধিকাংশ বিষয়েই সিবিটি মাধ্যমে জেইই মেন আয়োজন করা হবে। পরীক্ষায় প্রথম পত্রের বিই এবং বিটেক এবং দ্বিতীয় পত্রের বিপ্ল্যান-এর প্রবেশিকা হবে সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু দ্বিতীয় পত্রের বিআর্ক-এর ক্ষেত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় উত্তর দিতে হবে ‘পেন অ্যান্ড পেপার’ বা খাতায় কলমে।

বিই এবং বিটেক-এ ভর্তির জন্য নেওয়া হবে প্রথমপত্রের পরীক্ষা। দ্বিতীয়পত্রের (এ এবং বি) পরীক্ষা নেওয়া হবে যাঁরা বিআর্ক এবং বিপ্ল্যান-এর কোর্সে ভর্তি হতে চান, তাঁদের জন্য। দু’ক্ষেত্রেই পরীক্ষার জন্য বরাদ্দ সময় তিন ঘণ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement