Sports News

রোহিত-রাহুল ধামাকায় টি২০ সিরিজও ভারতের দখলে

অধিনায়ক রোহিত শর্মার (৪৩ বলে ১১৮ রানে) বিস্ফোরক ব্যাটিংয়ে আর লোকেশ রাহুলের (৮৯) মারকাটারি ব্যাটে ভর করে ২৬০ রানের পাহাড় খাড়া করেছিল ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ২৩:১১
Share:

রোহিতের অধিনায়কত্বে ওয়ান ডে-র পর টি২০ সিরিজও ভারতের পকেটে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে সিরিজের পর টি২০ সিরিজও জিতল ভারত। ইনদওরে দ্বিতীয় টি২০ ম্যাচে লঙ্কাবাহিনীকে ৮৮ রানে হারিয়ে মুম্বইয়ে হোয়াইট ওয়াশের লক্ষ্যে রোহিত শর্মা অ্যান্ড কোং।

Advertisement

অধিনায়ক রোহিত শর্মার (৪৩ বলে ১১৮ রানে) বিস্ফোরক ব্যাটিংয়ে আর লোকেশ রাহুলের (৮৯) মারকাটারি ব্যাটে ভর করে ২৬০ রানের পাহাড় খাড়া করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১৭২ রানে প্যাভিলিয়নে ফেরে গোটা শ্রীলঙ্কান দল। ওপেনার উপুল থরঙ্গা (৪৭) আর তিন নম্বরে নামা কুশল পেরেরা (৭৭) কিছুটা লড়াই করলেও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ এ দিনও। প্রথম তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কে পৌঁছতে পারে নি কোনও লঙ্কান ক্রিকেটারই। এ দিনও অনেকটা রান দিলেও ফের ৪ উইকেট নেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চহল। কুলদীপের শিকার ৩ উইকেট। চোটের কারণে এ দিন ব্যাট করতে নামেন নি শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথেউজ। মুম্বই ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।

আরও পড়ুন: রোহিত শর্মার দ্রুততম টি২০ সেঞ্চুরি

Advertisement

খেলে আয়: ফোর্বসের প্রথম ১০০তে একমাত্র ক্রিকেটার কোহালি

এ দিন ম্যাচের সেরা সেই ‘হিটম্যান’ রোহিত শর্মা। ইনদওরের ম্যাচ জিতে ৩ ম্যাচের টি ২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে মুম্বইয়ের বিমান ধরবে ভারতীয় দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন