India vs Srilanka

ঐতিহাসিক গলে তেরঙা ওড়াল বিরাটের ভারত

ভারতের দেওয়া ৫৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতোই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ২০:১৭
Share:

ম্যাচ জিতে অধিনায়ক বিরাট কোহালিকে শুভেচ্ছা রবিচন্দ্রন অশ্বিনের। ছবি: এপি।

শ্রীলঙ্কাকে ৩০৪ রানে পরাজিত করে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ২৬ জুলাই থেকে শুরু হওয়া টেস্টে প্রথম থেকেই ভারতের পাল্লা ছিল ভারী। এই ম্যাচে অভিষেক হয় তরুণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর। ব্যাটিং থেকে বোলিং— সব বিভাগেই এগিয়ে ছিল বিরাট কোহালির ছেলেরা।

Advertisement

ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বোলিংকে নাস্তানাবুদ করে ৬০০ রান তোলে বিরাট ব্রিগেড। শতরান করেন টেস্টে ভারতীয় দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। শুধু পূজারাই নন, বড় রান পান দীর্ঘ ৯ মাস পর টেস্ট দলে ফেরা শিখর ধবন। মাত্র ১০ রানের জন্য দ্বিশতরান হাত ছাড়া করেন শিখর। ১৬৮ বলে ধবন করেন ১৯০ রান। পূজারা-ধবন ছাড়াও প্রথম ইনিংসে রান পান অজিঙ্ক রাহানে(৫৭) এবং হার্দিক পাণ্ড্য(৫০)। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সব থেকে সফল বোলার ছিলেন নুওয়ান প্রদীপ। পূজারা, কোহালি, মুকুন্দের উইকেট ছিল নুওয়ানের ঝুলিতেই। মোট ৬টি উইকেট পান প্রদীপ। প্রদীপ ছাড়া তিনটি উইকেট পান লাহিরু কুমারা। হার্দিক পাণ্ড্য, অজিঙ্ক রাহানেরা ছিলেন লাহিরুর শিকার।

জবাব ব্যাট হাতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। মাত্র ২৯১ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক অপরাজিত ৯২ রান করেন দিলরুওয়ানা পেরেরা। পেরেরা ছাড়াও রান পান উপুল থরঙ্গা(৬৪) এবং প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথিউজ(৮৩)।

Advertisement

ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট পান রবীন্দ্র জাডেজা এবং দু’টি শিকার মহম্মদ সামি। এ ছারা একটি করে উইকেট পান উমেশ যাদব, হার্দিক পাণ্ড্য এবং রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়া এবং ক্যাপ্টেন কোহালি, আজ কী কী রেকর্ড হল দেখুন

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং ভারডুবির ফলে ৩০৯ রানের লিড পায় ভারত। আর এতেই ম্যাচের প্রায় আশি শতাংশ নিজেদের পকেটে পুরে নেয় ভারতীয় দল। শ্রীলঙ্কাকে ফলো অনের রাস্তায় না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে, দ্বিতীয় ইনিংসের শুরুতেই শ্রীলঙ্কান বোলারদের সামনে কিছুটা নড়বড়ে দেখায় ভারতীয় ব্যাটিং লাইনআপকে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শিখর ধবন ফেরেন মাত্র ১৪ রানে, শিখরের পথ অবলম্বন করে আরও এক সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা মাত্র ১৫ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। এই পরিস্থিতিতে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক কোহালি এবং প্রথম ইনিংসে ব্যর্থ অভিনব মুকুন্দ। পরে ৮১ রান করে মুকুন্দ প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজে শক্তহাতে ভারতীয় ব্যাটিংয়ের ভীত ধরে রাখেন কোহালি। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৩ রান করেন কোহালি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৪০ করে ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে লঙ্কা বাহিনীর কাছে ৫৫০ রানের টার্গেট রাখে ভারতীয় ব্রিগেড।

তবে, ভারতের দেওয়া ৫৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ইনিংসের মতোই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। করুণারত্নে(৯৭), ডিকওয়েলা(৬৭) কিছুটা চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না শ্রীলঙ্কাকে জয়ে রাস্তায় পৌঁছনোর জন্য। মাত্র ২৪৫ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট পান মহম্মদ শামি এবং উমেশ যাদব।

গল টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের শিখর ধবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement