আজলানে স্বপ্ন শেষ ভারতের

সুলতান আজলান শাহ হকিতে অভিযান শেষ ভারতের। জিততেই হবে এই অবস্থায় নেমে শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে ০-১ হেরে যান মনদীপ সিংহরা। ফাইনালে ওঠার সুযোগও হারায় ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৪:২৮
Share:

সুলতান আজলান শাহ হকিতে অভিযান শেষ ভারতের। জিততেই হবে এই অবস্থায় নেমে শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে ০-১ হেরে যান মনদীপ সিংহরা। ফাইনালে ওঠার সুযোগও হারায় ভারত।

Advertisement

শুক্রবার ভারতের মাঠে নামার আগে নিউজিল্যান্ডকে ৩-২ হারিয়ে সুবিধে করে দিয়েছিল গ্রেট ব্রিটেন। ফাইনালে উঠতে গেলে দু’গোলের ব্যবধানে জিততে হত ভারতকে। কিন্তু জেতা তো দূরের কথা ড্র-ও করতে পারল না রোনাল্ট অল্টম্যান্সের দল। ম্যাচে যদিও আক্রমণাত্মক মেজাজেই শুরু করেছিল ভারত। কিন্তু তাতে গোল আসেনি। দুর্বল দল হলেও মালয়েশিয়া প্রতিবারই ভারতের আক্রমণের জবাব দিচ্ছিল। শেষ পর্যন্ত ৫১ মিনিটে সাহরিল সাবার গোলে ম্যাচও জিতে নেয় মালয়েশিয়া।

এই হারের ফলে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের লড়বেন হরমনপ্রীতরা। ভারতের হকি কোচ রোনাল্ট অল্টম্যান্স বলছেন, ‘‘প্রচুর আনফোর্সড এরর হয়েছে আমাদের। ম্যাচের শেষের দিকেও গোল করার সুযোগ ছিল। শেষদিকে ঝুঁকি নিতে বাধ্য হতে হয়েছে। কারণ গোল আসছিল না।’’

Advertisement

আজলান শাহতে দিনটাই ছিল অবিশ্বাস্য রেজাল্টের। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩-২ হারিয়ে হকিবিশ্বকে চমকে দেয় জাপান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন