Sports News

হরমনপ্রীতের প্রশংসা করে ভারতকেই এগিয়ে রাখলেন সৌরভ

সদ্য কাটিয়ে উঠেছেন এক প্রস্থ ঝামেলা। বিরাটদের কোচ নির্বাচন ঘিরে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে সেই রবি শাস্ত্রীকে যাঁকে গতবার ছেটে ফেলেছিলেন সৌরভরা। কিন্তু সে সব থেকে বেরিয়ে এখন হরমনপ্রীতের খেলায় মজে সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ২৩:১৭
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতকেই এগিয়ে রাখলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ। সেমিফাইনালে যে ভাবে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত এবং সেই জয়ের পিছনে হরমনপ্রীতের বিধ্বংসী ব্যাটের প্রশংসায় শুক্রবার সৌরভ বলেন, ‘‘আমি কৌরের (হরমনপ্রীত) ইনিংস দেখেছি গতকাল। অসাধারণ। রবিবার ওরা ইংল্যান্ডকে হারিয়ে দেবে।’’

Advertisement

আরও খবর: অনুশীলন ম্যাচে লোকেশের হাফ সেঞ্চুরি

শুক্রবার সিএবিতে ফিনান্স কমিটির মিটিংয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল সৌরভকে। এ বার সিএবির লভ্যাংশ গত বছরের থেকেও ১০ কোটি বেশি।যদিও বেশ কিছু দেনা এখনও শোধ করা যায়নি। তার পিছনে রয়েছে লোঢা আইনের প্রয়োগ না হওয়া। সৌরভ বলেন, ‘‘এই বছর আমরা অনেকটাই লাভ করেছি। যেটা ১০ কোটিরও বেশি। আগামী ২৭ জুলাই সিএবি কার্যকরী কমিটির মিটিং রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement