Virat Kohli

চাই মাত্র ১৩৩, তা হলেই সচিনকে টপকে যাবেন বিরাট

কোহালি অবশ্য হালফিল ফর্মে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সেঞ্চুরি এসেছে ২২ ইনিংস আগে। শেষ বার ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ১১:২১
Share:

সচিনকে টপকে দ্রুততম ১২ হাজার রানের সামনে কোহালি।

গত কয়েক বছর ধরেই নিজেকে রানমেশিন হিসেবে মেলে ধরেছেন বিরাট কোহালি। প্রতি ম্যাচেই গড়েছেন কোনও না কোনও রেকর্ড। নিউজিল্যান্ড সফরে যতই ব্যর্থ হন না কেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও রেকর্ডের সামনে তিনি।

Advertisement

একদিনের ক্রিকেটে ১২ হাজার রানের থেকে মাত্র ১৩৩ রানের দূরে রয়েছেন কোহালি। ২৪৮ ম্যাচের ২৩৯ ইনিংসে ১১৮৬৭ রান করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড এখন সচিন তেন্ডুলকরের দখলে। ৩০০ ইনিংসে লিটল মাস্টার পৌঁছে গিয়েছিলেন ১২ হাজার রানে। রিকি পন্টিং (৩১৪ ইনিংস), কুমার সঙ্গাকারা (৩৩৬ ইনিংস), সনৎ জয়সূর্য (৩৭৯ ইনিংস), মাহেলা জয়বর্ধনেরা (৩৯৯ ইনিংস) রয়েছেন পর পর। প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে তিন ম্যাচে ১৩৩ রান করলেই সচিনকে টপকে যাবেন বিরাট।

আরও পড়ুন: করোনা-আতঙ্কে বন্ধ হবে আইপিএল? সিদ্ধান্ত শনিবার​

Advertisement

আরও পড়ুন: বন্ধ হোক আইপিএল, এ বার আবেদন মাদ্রাজ হাইকোর্টে

কোহালি অবশ্য হালফিল ফর্মে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ সেঞ্চুরি এসেছে ২২ ইনিংস আগে। শেষ বার ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে তিন অঙ্কের রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডে তিন ফরম্যাট মিলিয়ে ১১ ইনিংসে ২১৮ রান করেছিলেন তিনি। মাত্র এক বারই পঞ্চাশ বা তার বেশি রান করেছিলেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে কোহালির রেকর্ড বেশ ভাল। ৬৪.৩৫ গড়ে তিনি করেছেন ১২৮৭ রান। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের শেষ একদিনের সিরিজে ১৮৬ গড়ে ৫৫৮ রান করেছিলেন কোহালি। যাতে তিনটি সেঞ্চুরি ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন