Cricket

টেন্ট্রব্রিজ টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে কোহালির ভারত

প্রথম দুই টেস্ট হেরে সিরিজে ০-২ পিছিয়ে ভারত। পাঁচ টেস্টের সিরিজে ভারত অবশ্য ব্যবধান কমাতে চলেছে বলেই মনে করছে ক্রিকেটমহল। ট্রেন্টব্রিজ টেস্টে জয়ের কাছাকাছি বিরাট কোহালির দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ১৮:০৬
Share:

ট্রেন্টব্রিজে ভারতের উচ্ছ্বাস। মঙ্গলবার। ছবি: রয়টার্স।

ট্রেন্টব্রিজ টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ৫২১ রানের জয়ের লক্ষ্য তাড়া করে চতুর্থদিন মধ্যাহ্নভোজের সময় চার উইকেট পড়ে গিয়েছে ইংল্যান্ডের। বোর্ডে উঠেছে ৮৪ রান।

Advertisement

পাঁচ টেস্টের সিরিজে ভারত পিছিয়ে রয়েছে ০-২ ফলে। সিরিজে লড়াইয়ে ফিরতে বিরাট কোহালির দলকে জিততেই হবে এই টেস্ট। চতুর্থদিনে যা পরিস্থিতি, তাতে জয়ের সুবাস পাচ্ছে ভারতীয় শিবির। শুধু জয় নয়, বড়সড় ব্যবধানেই সম্ভবত আসবে জয়।

মঙ্গলবার সকালে চতুর্থ ইনিংসে বিনা উইকেটে ২৩ নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। দুই ওপেনার, কিটন জেনিংস ও অ্যালেস্টেয়ার কুককে ফেরান ইশান্ত শর্মা। তিনিই ভাঙন ধরালেন বিপক্ষ ইনিংসে। এই টেস্টের দুই ইনিংসেই কুককে আউট করলেন তিনি। ৩২ রানের মধ্যে দুই উইকেট পড়ার পর অধিনায়ক জো রুট ও মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপ তৃতীয় উইকেটে ৩০ রান যোগ করেন। এরপর দুটি অসামান্য ক্যাচে ভাঙন ধরে ইনিংসে। প্রথমে জসপ্রীত বুমরার বলে রুটের ক্যাচ দ্বিতীয় স্লিপে ধরেন লোকেশ রাহুল। পরের ওভারেই মহম্মদ শামির বলে পোপের ক্যাচ বাঁ-দিকে ঝাঁপিয়ে ধরেন বিরাট কোহালি

Advertisement

৬২ রানে চার উইকেট হারিয়ে দিশেহারা দেখাতে থাকে ইংল্যান্ডকে। আঙুলের চোটের জন্য ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো ব্যাট করতে পারবেন কিনা, তা নিয়েও রয়েছে সংশয়।

আরও পড়ুন: এশিয়ান গেমসে প্রথম পদক ভারতের সেপাক টাকরো দলের

আরও পড়ুন: সোনার ছেলে সৌরভ এখনও চাষে যায় বাবার সঙ্গে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন