India

India in England 2021 : বিলেতে ছুটি নেই বিরাট কোহলীর, কী করছেন তিনি? দেখুন ভিডিয়ো

২০ থেকে ২২ জুলাই ‘সিলেক্ট কাউন্টি একাদশ’-এর বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পূজারারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ২৩:০১
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে জিমে গা ঘামচ্ছেন বিরাট কোহলী। ফাইল চিত্র

বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হার অতীত। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অভিযান শুরু করার আগে ফিটনেস সাধনায় মজে রয়েছেন বিরাট কোহলী। সেই ভিডিয়ো নেট মাধ্যমে তুলে ধরলেন ভারত অধিনায়ক। ‘কিং কোহলী’র পোস্ট বলে কথা, বরাবরের মতো এই ভিডিয়োও মুহূর্তে ভাইরাল।

Advertisement

আগামী ৪ অগস্ট জো রুটের দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সফরে রয়েছে আরও চারটি টেস্ট। তাই বাকি সতীর্থরা বিলেতে ছুটির মেজাজে থাকলেও কোহলীর জীবনে ছুটি বলে কিছু নেই। তিনি জিমে গিয়ে ঘাম ঝরাতে ব্যস্ত। মঙ্গলবার সেই ছবি ফের ধরা পড়ল।

এ দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ছুটি কাটিয়ে আগামী ১৪ জুলাই ফের একজোট হবে ভারতীয় দল। ২০ থেকে ২২ জুলাই ‘সিলেক্ট কাউন্টি একাদশ’-এর বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পূজারারা।

Advertisement

এ ভাবেই জিমে সময় কাটান "কিং কোহলী'। ফাইল চিত্র।

তবে কোহলী জিমে গা ঘামালেও তাঁর দলের সমস্যা কিন্তু কমেনি। বিশেষ করে ব্যাটসম্যানদের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। ইংল্যান্ডে বল সুইং করলে ভারতীয়দের অসুবিধা হয়। সেই ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ঘটে গিয়েছে। কোহলী নিজেও সেই টেস্টের দুই ইনিংসে জোরে বোলিং ও সুইংয়ের বিরুদ্ধে পরাস্ত হয়েছিলেন। এখন সেই হারের ধাক্কা সামলে তাঁর দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement