ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ

তাঁর মতে, বিরাট কোহালি না থাকায় এশিয়া কাপে ভারতের শক্তি কমবে। তবে ভারতকে সপ্তম এশিয়া কাপ দেওয়ার জন্য অধিনায়ক রোহিত শর্মা ঠিক মতোই দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করছেন সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৯
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়।ফাইল চিত্র

এশিয়া কাপে ভারতকেই ফেভারিট বাছলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

তাঁর মতে, বিরাট কোহালি না থাকায় এশিয়া কাপে ভারতের শক্তি কমবে। তবে ভারতকে সপ্তম এশিয়া কাপ দেওয়ার জন্য অধিনায়ক রোহিত শর্মা ঠিক মতোই দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করছেন সৌরভ।

এ দিন সৌরভ বলেন, ‘‘ইংল্যান্ডে প্রত্যাশামতো ফল হয়নি ভারতের। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে ভারতই সেরা দল। এশিয়া কাপে বিরাট কোহালি দলের সঙ্গে থাকলে দলটা আরও শক্তিশালী হত। কিন্তু অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রেকর্ড বেশ ভাল। আশা করছি, এ বারও রোহিত ভাল করবে। শক্তির বিচারে এশিয়া কাপে ভারত আমার ফেভারিট। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই পারে রোহিতের দল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement