Sports News

এসিসির ইভেন্টে পাকিস্তানে খেলতে নারাজ বিসিসিআই

সম্প্রতি দুবাইয়ে হওয়া এসিসির মিটিংয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে এই নিয়ে ক্ষোভও জানানো হয়েছে। বলা হয়েছে, তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে এই টুর্নামেন্টে ভারতেও অংশ নেওয়ার কথা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৮
Share:

পাকিস্তানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুষ্ঠানের বিরোধিতা করল বিসিসিআই। আগামী বছর এপ্রিলে পাকিস্তানে পরবর্তী এশিয়ান ইমার্জিং ন্যাশনস কাপ ক্রিকেট হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত তা স্থগিত রয়েছে। কারণ অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরোধিতা।

Advertisement

গত ২৯ অক্টোবর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ছয় দেশীয় এই টুর্নামেন্টের আসর বসবে পাকিস্তানে। সেই মিটিংয়ে বিসিসিআই-এর কোনও প্রতিনিধি ছিল না। সূত্রের খবর এ বার বেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সম্প্রতি দুবাইয়ে হওয়া এসিসির মিটিংয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে এই নিয়ে ক্ষোভও জানানো হয়েছে। বলা হয়েছে, তাদের সঙ্গে কোনও আলোচনা না করেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে এই টুর্নামেন্টে ভারতেও অংশ নেওয়ার কথা।

Advertisement

আরও পড়ুন

টি২০তে ১৫০০ রানের সামনে রোহিত

ভারতীয় দল যে পাকিস্তানে কোনও টুর্নামেন্ট খেলতে যাবে না সেটা সকলেরই জানা। সেই অবস্থায় এসিসি কী ভাবে এই সমস্যা সামলাবে এখন সেটাই দেখার। ২০০৯-এ পাকিস্তানে জঙ্গি হামলার শিকার হওয়া শ্রীলঙ্কা অবশ্য পাকস্তানে এই টুর্নামেন্টে দল পাঠানোর কথা জানিয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন