imran khan

Pakistan: অর্থই এখন সবচেয়ে বড় খেলোয়াড়, বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত: ইমরান

পাক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে এ রকম কিছু করার সাহসই পেত না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ০৬:৪১
Share:

হতাশা কাটেনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। ফাইল চিত্র।

পাকিস্তান সফর বাতিল করেছে নিউজ়িল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দল। যা নিয়ে হতাশা কাটেনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। তিনি মনে করেন, অর্থই এখন সব চেয়ে বড় খেলোয়াড়। তাঁর অভিমত, ক্রিকেটবিশ্বে সব চেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। তারাই নিয়ন্ত্রণ করছে ক্রিকেটবিশ্বকে।

Advertisement

পাক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে এ রকম কিছু করার সাহসই পেত না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তিনি বলেছেন, ‘‘ইংল্যান্ড জানে ভারতীয় বোর্ড আর্থিক ভাবে বলীয়ান। আর অর্থই এখন সব চেয়ে বড় খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী। ওরাই এখন ক্রিকেটবিশ্বকে নিয়ন্ত্রণ করছে।’’

ইমরানের আগে একই বিষয় তুলে ধরেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খোয়াজা। সেই সুরেরই প্রতিধ্বনি শোনা গিয়েছে ওয়াসিম আক্রমদের প্রাক্তন অধিনায়কের গলায়। এখানেই না থেমে ইমরান বুঝিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সফর বাতিল করে মোটেও ঠিক করেননি। বলেছেন, ‘‘ওদের মনে রাখা উচিত, ২০১৯ সালে কোভিড অতিমারির সময়ও পাকিস্তান কিন্তু ইংল্যান্ড সফর করেছে। আজ ওদের সঙ্গে এ রকম কোনও ঘটনা ঘটলে কী রকম লাগত? বিষয়টা ভাল হত কী?’’

Advertisement

নিউজ়িল্যান্ডের সফর বাতিল করা নিয়েও রুষ্ট ১৯৯২ বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। বলেছেন, ‘‘পাকিস্তানে সফরকারী দলের নিরাপত্তার বিষয় সবচেয়ে বেশি চিন্তা করার কথা তো আমাদের। কোনও কিছু ঘটলে আমাদের উপরেই দোষারোপ করা হবে। এটাই স্বাভাবিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন