hockey

Asian Champions Trophy: সেমিফাইনালে হার ভারতের, জাপানের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না হরমনপ্রীতরা

জাপানের বিরুদ্ধে ৩-৫ গোলে হেরে যায় তারা। সেমিফাইনাল থেকেই বিদায় ঘটে গেল হরমনপ্রীত সিংহদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৯:১৮
Share:

ছবি: টুইটার থেকে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হার ভারতের। জাপানের বিরুদ্ধে ৩-৫ গোলে হেরে যায় তারা। সেমিফাইনাল থেকেই বিদায় ঘটে গেল হরমনপ্রীত সিংহদের।

গ্রুপ পর্বে এই জাপানের বিরুদ্ধেই ৬-০ গোলে জেতে ভারত। সেই গ্রুপের শীর্ষ দল হিসেবে যোগ্যতাঅর্জন করেন হরমনপ্রীতরা। চার নম্বরে ছিল জাপান। লিগ ম্যাচে জাপানকে সব বিভাগেই বিধ্বস্ত করেছিল ভারতীয় দল। সেই একই ফল সেমিফাইনালেও করে দেখাতে মরিয়া ছিলেন আকাশদীপরা। কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েও জিততে পারল না ভারত।

Advertisement

শেষ বার এই প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানকে যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে যাওয়ায়। এ বার বিদায় ঘটল সেমিফাইনাল থেকেই। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন