বৃষ্টিতে থমকে পূজারা-কোহলির ক্ষত মেরামতির কাজ

শেষ ছয় টেস্টে চতুর্থ ওপেনিং জুটি। চলতি সিরিজের তিন টেস্টে তৃতীয়। প্রথম দু’জন শিখর ধবন এবং মুরলি বিজয় আহত। তৃতীয় জন লোকেশ রাহুল হয় সেঞ্চুরি করেন, অথবা শুরুতেই আউট হয়ে দলকে বিপদে ফেলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ১১:০৪
Share:

দ্বিতীয় বলেই উইকেট নিয়ে উল্লসিত ধামিকা প্রসাদ। ছবি: রয়টার্স।

শেষ ছয় টেস্টে চতুর্থ ওপেনিং জুটি। চলতি সিরিজের তিন টেস্টে তৃতীয়। প্রথম দু’জন শিখর ধবন এবং মুরলি বিজয় আহত। তৃতীয় জন লোকেশ রাহুল হয় সেঞ্চুরি করেন, অথবা শুরুতেই আউট হয়ে দলকে বিপদে ফেলেন। যেমনটা করলেন শুক্রবার। দিনের দ্বিতীয় বলেই ছাড়ব না খেলব মনোভাবে গিয়ে বোল্ড হলেন লোকেশ। অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে পড়া বলটা যদিও সিম করে অনেকটাই ভিতরে ঢুকেছিল। চতুর্থ ওভারে ফিরে গেলেন ফর্মে থাকা রাহানেও। ফলে দিনের শুরুতেই দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে এর পর থেকে বেশ ভাল ভবেই দলের প্রাথমিক ভাঙন সামলাচ্ছিলেন পূজারা-কোহলি জুটি। দলকে পঞ্চাশের গণ্ডিও পার করান তাঁরা। এর পরেই বৃষ্টিতে আপাতত বন্ধ হয় খেলা। বৃষ্টির আগে ভারতের স্কোর ছিল ৫০/২।

Advertisement

কলম্বোর পিচে ঘাস থাকবে কি না তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না বৃহস্পতিবার বিকালেও। এমনিতে কলম্বোর মাঠে শ্রীলঙ্কার রেকর্ড বেশ ভাল। শেষ ১৪টি টেস্টে অপরাজিত তারা। তবু গত দুই টেস্টে ভারতীয় স্পিনার, বিশেষ করে অশ্বিনের কাছে নাকাল হওয়া শ্রীলঙ্কা পিচে ঘাস রাখবে কি না নজর ছিল সে দিকেই। পিচ কিউরেটরের কথাতেও ছিল ঘাস রাখার আভাস। শুক্রবার সকালে দেখা গেল, ঘাসে ঢাকা পিচই অপেক্ষা করছে বিরাটদের জন্য। সকালে টসে জিতে তাই ফিল্ডিং নিতে দ্বিতীয় বার ভাবেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে একটা পরিসংখ্যান স্বস্তিতে রাখতে পারে বিরাটদের। ২০০৭-এর পর এখানে প্রথমে ব্যাট করা দল হারের মুখ দেখেনি।

দু’দলেই হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। সঙ্গাকরা অবসর নেওয়ায় উপুল থরঙ্গার দলে ঢোকার কথা জানাই ছিল। বাদ গেলেন প্রথম টেস্টে জেতানো চান্দিমল এবং পেসার চামিরা। দলে এলেন নুয়ান প্রদীপ এবং কুশল পেরেরা। ভারতীয় দলে একটাই পরিবর্তনআহত বিজয়ের জায়গায় এলেন ’ওপেনার’ পূজারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement