আজলান শাহ হকিতে দ্বিতীয় ম্যাচেই শোচনীয় হার ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ১-৫ হারলেন সর্দার সিংহরা। টুর্নামেন্টে আট বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বারবার আক্রমণে ভারতের ডিফেন্স কেঁপে যায়। সঙ্গে দুর্বল ক্লিয়ারেন্স আর সার্কেলের মধ্যে অযথা ফাঁক রাখার খেসারতও দিতে হয় সর্দারদের। ভারতের একমাত্র গোল রুপিন্দর পাল সিংহের।