রাত পোহালেই নাগপুরে শুরু বিশ্বকাপ যুদ্ধ, তৈরি ভারত

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। দেশের মাটিতে লড়াইটা শুরু করছে ভারতই। এমন অবস্থায় ধোনিদের সামনে লক্ষ্য একটাই, ধরে রাখতে হবে জয়ের ধারা। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়। তার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়। সবার শেষে বাংলাদেশের মাটিতে টি২০ এশিয়া কাপ জয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৬:০০
Share:

রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপের মূল পর্ব। দেশের মাটিতে লড়াইটা শুরু করছে ভারতই। এমন অবস্থায় ধোনিদের সামনে লক্ষ্য একটাই, ধরে রাখতে হবে জয়ের ধারা। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়। তার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়। সবার শেষে বাংলাদেশের মাটিতে টি২০ এশিয়া কাপ জয়। সব মিলে পর পর টি২০ সিরিজ জয়ের এই ধারা ধরে রাখতে তৈরি টিম ইন্ডিয়া। নাগপুরে ভারতের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এক তো ঘরের মাঠে খেলা, সঙ্গে দারুণ ছন্দে থাকা ভারতীয় দলকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশই উর্ধ্বমুখি। সেই চাপ সামলেই সেরাটা দিতে হবে পুরো দলকে। সে মিস্টার কুল ক্যাপ্টেন হোক বা ফর্মের শীর্ষে থাকা রোহিত, বিরাটই হোক প্রত্যাশার চাপ সামলে দেশকে জয় এনে দেওয়া সহজ কাজ নয়। যদিও এই সব চাপ নিয়ে ভাবতে নারাজ স্বয়ং অধিনায়ক ধোনি। তিনি আগেই জানিয়েছিলেন, এমন চাপে খেলে অভ্যস্ত তাঁরা।

Advertisement

গত পাঁচবারের বিশ্ব টি২০ জেতেনি কোনও আয়োজক দেশ। কেউ জেতেনি দ্বিতীয়বার। ভারতের সামনে এই দু’য়েরই হাতছানি।তার উপর রয়েছে সাফল্যের শিখরে। ভারতকেই ধরে নেওয়া হচ্ছে বিশ্বকাপ টি২০র সব থেকে বড় দাবীদার। আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলতে নামাটাও বাড়তি পাওনা ধোনিদের জন্য। তার উপর রোহিত, বিরাটের ফর্মের শীর্ষে থাকা তো ছিলই সঙ্গে শেষ অনুশীলন ম্যাচে মুম্বইয়ে ভারত হারলেও শিখর ধবনের ব্যাট ভরসা দিয়েছে দলকে। বোলাররাও ঘুরে ফিরে সকলেই সাফল্য পাচ্ছেন। এমন অবস্থায় উইকেট যেমনই থাক না কেন ব্যাট ও বল হাতে প্রতিপক্ষকে বেগ দিতে তৈরি পুরো দল।

এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসটাও বেড়ে গিয়েছে দলের। ঢাকা কোনও ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হওয়া। তবে ইতিহাস ভাবাচ্ছে টিম ধোনিকে। অতীতে এখনও পর্যন্ত একবারও নিউজিল্যান্ডকে টি২০তে হারাতে পারেনি ভারত। আগে চারবার দেখা হয়েছে দুই দলের। এমন কী ২০০৭ এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও না। কিন্তু ভারতের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে হয়ত একটু বেশি চাপে থাকবে কিউইরাই। কিন্তু অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার রানে হারটা কিন্তু ধোনিদের আত্মবিশ্বাসকে একটু হলেও ধাক্কা দিয়েছে। যেটা আসল প্রতিযোগিতায় নামার আগে দলের জন্য একটা শিক্ষা।

Advertisement

নিউজিল্যান্ডও দারুণ ফর্মে রয়েছে। তবে দলের সব থেকে বড় শক্তি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের অবসরে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেটা কে নিতে পারে এখন সেটাই দেখার। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন কেন উইলিয়ামসন। সঙ্গে রয়েছেন মার্টিন গাপ্তিল, রস টেলর, কোরে অ্যান্ডারসনদের মতো ব্যাটসম্যান রয়েছে দলে। শেষ পাঁচটি টি২০ ম্যাচের চারটিতেই জিতেছে নিউজিল্যান্ড। হিসেবের খাতায় লড়াই যদিও সমানে সমানে তবে নাগপুরের ভর্তি স্টেডিয়াম যখন ধোনি, বিরাটদের নামের জয়ধ্বনীতে কেঁপে উঠবে তখন অবশ্যই বাড়তি উদ্যম পাবে ভারতীয় দল।

আরও খবর

প্রার্থনা থেকে সাধনায় ডুবে ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন