Ashwin-Jadeja makes the difference

ঐতিহাসিক টেস্ট লেখা থাকল অশ্বিন, জাদেজার নামে

ভারতীয় স্পিন বোলিংয়ে বিপ্লব এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাঁকে যোগ্য সঙ্গত রবীন্দ্র জাদেজার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ব্যাটসম্যানরা তেমনভাবে শুরু করতে না পারলেও ভরসা ছিল বোলারদের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৩
Share:

জয়ের উচ্ছ্বাস ভারতীয় শিবিরে। ছবি: রয়টার্স।

ভারতীয় স্পিন বোলিংয়ে বিপ্লব এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাঁকে যোগ্য সঙ্গত রবীন্দ্র জাদেজার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা ব্যাটসম্যানরা তেমনভাবে শুরু করতে না পারলেও ভরসা ছিল বোলারদের উপর। স্পিন ট্র্যাকে যে এই মুহূর্তে দেশের সেরা বোলার বাজিমাত করবেনই জানতেন অধিনায়ক বিরাট কোহালি। তাই প্রথম ইনিংস ধসে পড়ার পরও হাল ছাড়েননি তিনি। তাই শেষ হাসিটা হেসে গেল ভারতই। পঞ্চম দিনে ঐতিহাসিক টেস্টে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফেলল এই ভারতীয় টেস্ট দল। আর সেই তালিকায় বড় বড় হরফে লেখা থাকবে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার নাম। তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। সোমবার প্রথম টেস্টের শেষ দিন নিউজিল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে দিল কোহালি অ্যান্ড ব্রিগেড। প্রথম ইনিংসে ৩১৮ করে অল-আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭৭/৫ এ ইনিংস ঘোষণা করে দেয় ভারত। সেই রান তুলতে ব্যর্থ কিউইরা। দুই ইনিংসে নিউজিল্যান্ডের রান ২৬২ ও ২৩৬।

Advertisement

অশ্বিন নাম লিখিয়ে ফেললেন রেকর্ডেও। দ্রুততম ২০০ উইকেট নেওয়ার তালিকায় উঠে এলেন দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে না গেলে হয়ত তিনিই হতে পারতেন টেস্টের দ্রুততম ২০০ উইকেটের মালিক। তাঁর আগে রয়েছে অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমেত। যেখানে অশ্বিন ৩৭ ম্যাচে নিয়েছেন ২০০ উইকেট সেখানে গ্রিমেত নিয়েছে ৩৬ ম্যাচে এই উইকেট। অশ্বিনের আগে ভারতের হয়ে এই রেকর্ড ছিল হরভজন সিংহর দখলে। তিনি ৪৬ ম্যাচে নিয়েছিলেন এই উইকেট।

এক ম্যাচের জন্য ক্লারির রেকর্ড ছুঁতে না পেরে অশ্বিন অবশ্য মজা করে বললেন, ‘‘মনে হয় ক্লারি গ্রিমেত আমার থেকে ভাল মানুষ ছিলেন।’’ যদিও পরে বলেন, ‘‘আমার মনে হয় সবটাই নিজের মতো করেই নিজের পথেই হয়েছে। সত্যি কথা বলতে কী এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। গত পাঁচ ছ’বছরে অনেক কিছু হয়েছে যার থেকে অনেক ভাল জিনিস শিখেছি। অনেক ভাল স্মৃতি রয়েছে। যদি পিছন ফিরে দেখি তা হলে মনে হয় বৃষ্টি আমার কেরিয়ারের সঙ্গে ঠিক করেনি। তবে আমি খুশি আজ যেখানে রয়েছি।’’

Advertisement

ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। ছবি: রয়টার্স।

অনেকের উইকেট ছিটকে দেওয়ারই স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে তবে তার মধ্যে রয়েছে বেশ কিছু বিশেষ মুহূর্ত। বলেন, ‘‘কেন উইলিয়ামসন আমার ২০০তম শিকার হিসেবে খারাপ নয়। এ ছাড়া বেশ কিছু ভাল উইকেট রয়েছে আমার তালিকায়। যেমন নাগপুরে এবি ডি ভিলিয়ার্স, এই টেস্টে দু’বার কেন উইলিয়ামসন, গত বছর দু’বার কুমার সঙ্গাকারার মতো উইকেট। যা আমার সারা জীবনের সঞ্চয়ের অঙ্গ। আমার মনে হয় ভবিষ্যতে আমি আরও ভাল করব।’’

ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। অশ্বিনের সঙ্গে তালে তাল মিলিয়ে তিনিও ভারতের এই সাফল্যের ইতিহাসে সমান অংশীদার। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট। দুই ইনিংসে অপরাজিত ৪২ ও ৫০। এই ঐতিহাসিক টেস্টে নিজের সাফল্যে খুশি জাদেজা। , ‘‘আমি দারুণ খুশি। আমি মাঠে নেমে ব্যাট হাতে নিজের কাজটি করে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। দলীপ ফাইনাল আমাকে খুব সাহায্য করেছে। ওই ম্যাচে আমি উইকেটও পেয়েছিলাম। আত্মবিশ্বাসটা তৈরি হয়ে গিয়েছিল। আমি এই ধরণের উইকেটে বল করে অভ্যস্ত।’’

বল হাতে যখন বাজিমাত করছেন অশ্বিন তখন ব্যাটে বলে সমানভাবে নিজের সেরাটা দিয়ে গিয়েছেন জাদেজা। অশ্বিনের দুই ইনিংসে উইকেট যথাক্রমে চার ও ছয়। জাদেজা বলেন, ‘‘প্রথম ইনিংসে উইকেট স্লো হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমরা উইকেটের পেসের সঙ্গে তাল মিলিয়ে বল করেছি। এ রকম স্লো টার্নিং ট্র্যাকের জন্য অশ্বিন খুব ভাল বোলার। ২০০ উইকেট নেওয়ার জন্য অশ্বিনকে শুভেচ্ছা। ওর সঙ্গে বল করাটা খুব উপভোগ করেছি।’’

আরও খবর

১৯৭ রানে ঐতিহাসিক ৫০০তম টেস্ট জয় ভারতের

পুজো স্পেশ্যাল রান্নাবান্না: আনন্দ উৎসবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন