India vs New Zealand

তৃতীয় ওয়ান ডে-তে ভারতীয় দলে কারা?জেনে নিন

তৃতীয় ওয়ান ডে ম্যাচে নামার আগে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১২:৩৫
Share:
০১ ১১

রোহিত শর্মা: প্রথম দু’ম্যাচে বড় রান না পেলেও ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা রোহিত।

০২ ১১

শিখর ধবন: দ্বিতীয় ম্যাচে কিউয়িদের বিপক্ষে জয়ের নেপথ্যে বড় অবদান ছিল শিখরের। ৬৮ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'।

Advertisement
০৩ ১১

বিরাট কোহালি: অধিনায়ক হিসেবে টিম ইন্ডিয়ার অটোমেটিক চয়েস বিরাট।

০৪ ১১

দিনেশ কার্তিক: গত ম্যাচে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দিনেশ। ফলে দলে দিনেশের জায়গা পাকা।

০৫ ১১

কেদার যাদব: ফের এক বার সুযোগ দেওয়া হল কেদারকে।

০৬ ১১

হার্দিক পাণ্ড্য: এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক। ব্যাট এবং বল হাতে বহু ক্ষেত্রেই নিজের অবদান রেখেছেন এই তরুণ ক্রিকেটার।

০৭ ১১

মহেন্দ্র সিংহ ধোনি: ওয়ান ডেতে ধোনিকে ছাড়া ভারতীয় দল ভাবা এই মুহূর্তে সম্ভব নয়।

০৮ ১১

ভুবনেশ্বর কুমার: ভুবিকে দলে রেখেই তৃতীয় ওয়ান ডেতে মাঠে নামার পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

০৯ ১১

জসপ্রীত বুমরা: বহু দিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এখনও বুমরার অ্যাকশান ঠিক মতো ধরতে পারেননি অনেক ব্যাটসম্যানই। ফলে বুমরা এখনও ভারতের সারপ্রাইজ প্যাকেজ।

১০ ১১

অক্ষর পটেল: আগের ম্যাচে ভাল পারফরম্যান্সের সুবাদে তৃতীয় ওয়ান ডেতেও দলে রয়েছেন অক্ষর।

১১ ১১

যুজবেন্দ্র চাহাল: চাহালকে রেখেই দল নামানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement