ভারত অনেক এগিয়ে, মানছে অস্ট্রেলিয়াও

গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়েও ৫-০ হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। তাতে তাঁদের আত্মবিশ্বাসে আঘাত লাগছে বলে মেনে নিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার। নিজের দেশের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘দেশের বাইরে গিয়ে জিততে চায় সবাই। সেটা আমরা করতে পারছি না। এভাবে পর-পর হারার ফলে আমাদের আত্মবিশ্বাসও ক্রমাগত ধাক্কা খাচ্ছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৭
Share:

খোশমেজাজ: চতুর্থ ওয়ান ডে ম্যাচের আগে চিন্নাস্বামীতে প্র্যাকটিসে হাসিখুশি বিরাট কোহালি। ছবি: পিটিআই।

ইনদওরে সিরিজ জয় সম্পন্ন। জয়ের হ্যাটট্রিকে দল এগিয়ে ৩-০। এ বার তাঁর আইপিএল হোমে নামতে চলেছেন বিরাট কোহালি। বেঙ্গালুরুতে জিতলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা আরও জোরাল হবে।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে ইনদওরে সেঞ্চুরি করা অ্যারন ফিঞ্চ মেনে নিচ্ছেন, এই মুহূর্তে দু’টো দলের মধ্যে অনেক তফাত। ‘‘বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ওরা ওয়ান ডে এবং টেস্টের এক নম্বর টিম। সেটা ওরা দেখিয়ে দিচ্ছে,’’ বলে ফিঞ্চ যোগ করছেন, ‘‘ভারত ৩-০ এগিয়ে রয়েছে এবং ওদের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদের অনেক উন্নতি করা দরকার। ভারতে এসে ভাল কিছু করতে গেলে একশো শতাংশ নিখুঁত হতে হবে। নব্বই শতাংশ করলেও চলবে না।’’

গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়েও ৫-০ হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। তাতে তাঁদের আত্মবিশ্বাসে আঘাত লাগছে বলে মেনে নিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার। নিজের দেশের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘দেশের বাইরে গিয়ে জিততে চায় সবাই। সেটা আমরা করতে পারছি না। এভাবে পর-পর হারার ফলে আমাদের আত্মবিশ্বাসও ক্রমাগত ধাক্কা খাচ্ছে।’’

Advertisement

এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি করেছেন হরভজন সিংহ। ভারতের প্রাক্তন অফস্পিনার প্রথমে মাইকেল ক্লার্ক-কে একটি টুইট করেন। তাতে লেখেন, ‘এই অস্ট্রেলিয়া দল কোনও কাজের নয়। তুমি অবসর ভেঙে ফিরে এসে ক্রিজে নামো আবার’। ক্লার্ক যা পরে খেয়াল করেন এবং জবাব দেন, ‘আমার এই ক্লান্ত পাগুলো কমেন্ট্রি বক্সেই ভাল আছে। তবে হ্যাঁ, মাঠে আমাদের কোনও কিছুই ঠিকঠাক চলছে না’।

হরভজন এখানেই থেমে থাকেননি। চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে বলে চলেছেন, এই অস্ট্রেলিয়া দলের কোনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতাই নেই। এমন মন্তব্যও তিনি করেন যে, ‘‘আমি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতাম, এটা সেই টিমের ধারেকাছেও নেই। অবাক হচ্ছি দেখে যে, অস্ট্রেলীয় ক্রিকেটের এতটা অধঃপতন হল কী ভাবে।’’

ভারতীয় ব্যাটসম্যান মণীশ পাণ্ডে এ দিন সাংবাদিক সম্মেলন করতে এলে তাঁকে হরভজনের মন্তব্য নিয়ে জিজ্ঞেস করা হয়। মণীশ একেবারেই একমত নন প্রাক্তন স্পিনারের সঙ্গে। তিনি বলেন, ‘‘এটা ওঁর নিজস্ব মতামত। এই অস্ট্রেলিয়া দলেও ভাল ক্রিকেটার আছে, তারা ম্যাচ উইনার বলেও পরিচিতি আছে।’’ একই সঙ্গে ভারতীয় দলে টিকে থাকার জন্য তাঁর যে বড় রান দরকার, এ দিন তাও জানিয়েছেন মণীশ। তাঁর কথায়, ‘‘আরও বেশি সময় ক্রিজে থাকতে চাই। সঙ্গে বড় রান করতে হবে। প্রথম একাদশে থাকার জন্য এটাই সব চেয়ে সহজ দাওয়াই।’’

এর আগেও হরভজন এমন মন্তব্য করে বর্তমান ভারতীয় দলের বিরাগভাজন হয়েছেন। এক বার অশ্বিনকে কটাক্ষ করে টুইট করেছিলেন, এরকম পিচে তিনি বা কুম্বলে বল করলে উইকেটসংখ্যা অনেক বেড়ে যেত। অশ্বিন টুইটারেই পাল্টা কটাক্ষ করে যার জবাব দিয়েছিলেন। বেঙ্গালুরুতে ভারত বনাম অস্ট্রেলিয়া মাঠের মধ্যে ম্যাচ চলবে। মাঠের বাইরে হরভজন নিয়ে বিতর্কের ঝড়ও সহজে থামছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন